প্যারিস, ২৬ জুলাই : কঠিন চ্যালেঞ্জ সামনে নিয়ে অলিম্পিকে নামছেন ভারতের দুই বক্সার নিখাত জারিন এবং লভলিনা বরগোহাঁই। তাঁদের হাত ধরে পদকের আশাও করছে ভারত। ছেলে ও মেয়েদের বিভাগ মিলিয়ে মোট ছয় জন ভারতীয় বক্সার শনিবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম রাউন্ডে ৫০ কেজি বিভাগে নিখাত মুখোমুখি হবেন জার্মানির কারিনা ক্লোয়েৎজারের বিরুদ্ধে। তাঁকে হারালে দ্বিতীয় রাউন্ডে নিচের উ ইউয়ের বিরুদ্ধে নামতে হতে পারে নিখাতকে। এই বিভাগের শীর্ষ বাছাই উ।
আরও পড়ুন-মালদায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড এক বিজেপি নেতা
এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডে নরওয়ের সুন্নিভা হফস্ট্যাডের বিরুদ্ধে নামবেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে উঠলে চিনের লি কিউয়ানের বিরুদ্ধে খেলতে হতে পারে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী লভলিনাকে। গতবছর এশিয়ান গেমসের ফাইনালে এই লিয়ের কাছেই হেরেছিলেন তিনি। তাই অলিম্পিকে পদক ধরে রাখতে গেলে লভলিনাকে চ্যালেঞ্জ ভালভাবে মোকাবিলা করতে হবে বলাই বাহুল্য। এছাড়াও প্রীতি পাওয়ার ৫৪ কেজি বিভাগে, জেসমিন লামবোরিয়া ৫৭ কেজি বিভাগে, ছেলেদের মধ্যে অমিত পাঙ্ঘাল ৫১ কেজি বিভাগে, নিশান্ত দেব নামবেন ৭১ কেজি বিভাগে।