বিনোদন

সাত লুকের চ্যালেঞ্জে, কাল সোহমের নতুন ছবি বহুরূপ

একটাই ছবিতে একসঙ্গে এতগুলো চরিত্র শুনেই কি রাজি হয়েছিলেন ছবিটা করতে?
আকাশ যখন আমার কাছে চিত্রনাট্য নিয়ে আসে প্রথমবার শোনার পর খুব ইন্টারেস্টিং মনে হলেও স্ক্রিপ্টের সবটা আমি তখন বুঝে উঠতে পারিনি। সাইকোলজিকাল থ্রিলার হলেও বেশ কঠিন মনে হয়েছিল।  তখন বারবার স্ক্রিপ্টটা পড়ি। পড়তে পড়তে বিষয়টা  বুঝতে পারি। এই ছবির ঘটনা বলুন বা চরিত্র একটার সঙ্গে আর একটা যুক্ত। আসলে ওরা চিত্রনাট্যটা একটু জটিল করে ফেলেছিল। তখন আমি আকাশকে বলি একটু ঘষামাজা করতে যাতে দর্শক ছবিটা বুঝতে পারে। তখন থেকেই মনে হয়েছিল খুব চ্যালেঞ্জিং হবে চরিত্রগুলোতে অভিনয়।
এই ছবিতে প্রথমবার প্রস্থেটিক মেক-আপে। কী কী চরিত্রে অভিনয় করলেন?
প্রস্থেটিক মেক-আপে আমার পাঁচটা চরিত্র রয়েছে। একজন মাদারি যে বাঁদর খেলা দেখায়, একজন ট্রান্সজেন্ডার, একজন মহিলা, একজন ছৌ-নাচ শিল্পী ও একজন বৃদ্ধ। এছাড়া চার্বাক এবং ছবির যিনি নায়ক সুপারস্টার অভিমন্যু ব্যানার্জির চরিত্র।
সাতটা লুকের প্রস্তুতি কী রকম ছিল?
(সোমনাথদা) মানে মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আমার সব ক’টা লুক তৈরি করেছেন। এক-একটা মেকাপে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। শ্যুটিংয়ের দিন লোকেশনে গিয়ে বসে আলোচনা সেরে নিতাম তারপর ব্রেকফাস্ট করে ফেলতাম কারণ একবার মেকাপ হয়ে যাবার পর কিছু আর খাওয়া সম্ভব হত না। শুধু জলতেষ্টা পেলে স্ট্র দিয়ে একটু জল বা লস্যি খেতাম। শ্যুটিংয়ের পর মেকাপ তুলতেও প্রায় দেড়-দু’ঘণ্টা লেগে যেত। এবার ফ্রেশ হয়ে আবার কিছু খেয়ে একটু চোখে-মুখে জল দিয়ে আবার পরের লুকের জন্য মেকাপ নিতে বসে যেতাম।
একদিনে ক’বার মেকাপ বদল করতে হয়েছে?
প্রথমে ঠিক হয়েছিল একদিনে একটাই লুকে শ্যুট হবে। এতে গোটা বিষয়টা আমার জন্য সহজ হত কিন্তু লোকেশনে যাবার পর দেখলাম স্ক্রিপ্ট অনুযায়ী ওই লোকেশনে হয়তো দুটো কী তিনটে লুক ডিমান্ড করছে তখন সিদ্ধান্ত বদল করি। তা না হলে একটা লোকেশনে বারবার আসতে হলে ছবির বাজেট বেড়ে যেত অনেকটাই। সেটা সম্ভব নয় ফলে সিদ্ধান্ত বদলাতে হয়। এক একদিনে আমি দুটো, তিনটে করে লুকেও কাজ করেছি। প্রচণ্ড হেকটিক হয়েছে কিন্তু খুব এনজয় করেছি।
একটা চরিত্র থেকে আর একটা চরিত্রে সেই সঙ্গে ভিন্ন লুক ও ভিন্ন অভিব্যক্তি— এই বদলটা কীভাবে আনলেন?
এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। এই ছবিতে পারফর্মেন্সটাই সব। লুকটা সোমনাথদা করে দিলেন এবার সেই সত্তায় নিজেকে মেলে ধরাটা পুরো আমার দায়িত্ব ছিল। সুতরাং শ্যুটিং করতে গিয়েও বারবার স্ক্রিপটা পড়তে হয়েছে আমাকে। শটে যাবার আগে আকাশকে ডেকে নিতাম। ওর কাছেও চরিত্রটা সম্পর্কে ওঁর দৃষ্টিভঙ্গি জানতে চাইতাম। এমন-এমন কিছু দৃশ্য শ্যুট হয়েছে যে সেই দৃশ্যে কী করব সেটাই তখনও জানি না। মানে ভাবতে পারতাম না কীভাবে করব। কিন্তু ঠিক হয়ে গেছে। প্রপার হোমওয়ার্ক করতে হয়েছে। না হলে এত শেডে কাজ করা সম্ভব ছিল না। কতটা চ্যালেঞ্জ নিতে পেরেছি সেটা দর্শক বলবে।
ইধিকার সঙ্গে অভিনয়?
ইধিকা খুব ভাল পারফর্মার। ভাল কাজ করছে। আমার প্রোডাকশন হাউসেরই প্রথম আবিষ্কার ইধিকা। এই ছবিতে ওর চরিত্রেরও একাধিক শেড রয়েছে যা বেশ চ্যালেঞ্জিং।
Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago