জাতীয়

মোদি জমানায় জওয়ানদের চাকরি ছাড়ার হিড়িক

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : মোদি জমানায়, বিশেষ করে গত পাঁচ বছরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর চাকরি ছেড়েছেন ৫০০০০ -এরও বেশি জওয়ান। শুধু চাকরি ছেড়ে দেওয়াই নয়, জওয়ানদের মধ্যে বেড়েছে আত্মহত্যার ঘটনা এবং মারাত্মক হতাশা। পরিসংখ্যান অনুযায়ী, সব থেকে বেশি ১১ হাজারের উপর জওয়ান চাকরি ছেড়েছেন শুধুমাত্র ২০২২ সালেই। এমন হতাশাজনক পরিস্থিতি স্বীকার করে রিপোর্ট পেশ করল খোদ স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদীয় স্থায়ী কমিটিকে এই তথ্য দিয়েছে অমিত শাহর মন্ত্রক। রাজ্যসভায় পেশ হওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের বাজেট বরাদ্দ সংক্রান্ত রিপোর্টে একথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন-কেউ পার পাবে না, জানাল মার্কিন প্রশাসন

গত পাঁচ বছরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আত্মহত্যা-সহ মৃত্যু, নিখোঁজ হয়ে যাওয়া, চাকরি ছেড়ে দেওয়া, অবসাদে আক্রান্ত হওয়ার মতো তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে চেয়েছিল সংসদীয় কমিটি। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রক স্বীকার করে নিয়েছে, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সময়ে কেন্দ্রীয় বাহিনীর ৬৫৪ জন জওয়ান আত্মহত্যা করেছেন। আত্মহত্যার নিরিখে শীর্ষে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। দ্বিতীয় স্থানে বিএসএফ এবং তারপরই রয়েছে সশস্ত্র সীমাবল। রিপোর্টে জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ৫০১৫৫ জন জওয়ান চাকরি ছেড়ে দিয়েছেন। সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, ২০২২ সালে কেন্দ্রীয় বাহিনীর চাকরি ছেড়েছেন ১১৮৮৪ জন। এটাই সর্বাধিক। এই সময়ের মধ্যে অসম রাইফেলসের জওয়ানদের চাকরি ছাড়ার সংখ্যা ১২৩ থেকে বেড়ে হয়েছে ৫৩৭। সিআইএসএফ জওয়ানদের ক্ষেত্রে চাকরি ছাড়ার সংখ্যা ৯৬৬ থেকে বেড়ে হয়েছে ১৭০৬।

আরও পড়ুন-ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুমকি কেন্দ্রের

জওয়ানদের চাকরি ছাড়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বাহিনীর কাজের শর্ত, পরিস্থিতি, পরিবেশ অবিলম্বে সংস্কারের সুপারিশ করা হয়েছে কমিটির তরফে। কমিটির তরফে জওয়ানদের নির্দিষ্ট সময় অন্তর জায়গা বদল করার সুপারিশও করা হয়েছে। কমিটির মতে, তাহলে কোনও জওয়ানকে প্রতিকূল জায়গায় দীর্ঘদিন থাকতে হবে না। ফলে তাঁর মনে হতাশাও আসবে না। এই নিয়ম চালু করলে চাকরি ছাড়ার প্রবণতা কিছুটা কমবে বলে মনে করছে সংসদীয় স্থায়ী কমিটি।

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

43 seconds ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

32 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

52 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago