প্রতিবেদন : মোবাইল ফোন নিয়ে হলে ঢোকার অভিযোগে পরীক্ষা বাতিল করা হল তিন পরীক্ষার্থীর। এদের মধ্যে একজন বেলঘরিয়া এবং বাকি দু’জন দক্ষিণ বারাসতের ছাত্র। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই তিনজন পরীক্ষার হলে লুকিয়ে মোবাইল নিয়ে ঢুকেছিল। পরীক্ষক হাতেনাতে ধরে ফেলায় বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ফোন। একই সঙ্গে এই বছরের মতো তাদের সব পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। তবে এই তিনটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে জানিয়েছেন চিরঞ্জীববাবু।
আরও পড়ুন-পুরসভার উদ্যোগে অত্যাধুনিক ব্লাড ব্যাঙ্ক হাওড়ায়, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
এবার পর্ষদের দেখানো পথেই হেঁটেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগেই সংসদের তরফে জানানো হয়েছিল, পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকলেই বাতিল করা হবে পরীক্ষা। সেইমতোই এদিন ফোন ধরা পড়তেই বাতিল করা হয় তিন পরীক্ষার্থীর পরীক্ষা। এই বছর ৬০টি বিষয়ের প্রশ্নপত্রেই থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। সঙ্গে থাকছে বারকোড। প্রতি পরীক্ষার্থীর জন্যই থাকবে ইউনিক নম্বর। সেই নম্বরটি উত্তরপত্রের উপরে লিখতে হবে।