জাতীয়

মোদি জমানায় বাড়ছে বেকারদের আত্মহত্যা, ৪ বছরে বৃদ্ধি ২৪ শতাংশ, বলল কেন্দ্রীয় রিপোর্ট

ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে ২ কোটি চাকরি দেবেন এবং বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে দেশের প্রতি পরিবারকে ১৫ লক্ষ টাকা দেবেন। গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দেশবাসীর জন্য চাকরির ভাঁড়ার শূন্য। শুধু তাই নয়, কর্মসংস্থানের অভাবে মোদি সরকারের আমলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের আত্মহত্যার প্রবণতা। তথ্য বলছে, শেষ ৪ বছরে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। কর্মসংস্থানহীনতার ফলে আর্থ-সামাজিক বিপন্নতার এই ভয়াবহ ছবি সম্প্রতি প্রকাশ্যে এনেছে খোদ কেন্দ্রের সংস্থাই। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি) র রিপোর্টে মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের।

আরও পড়ুন-বিধানসভার ৪১ টি কমিটির চেয়ারম্যানদের জন্য বরাদ্দ হতে পারে ১০০ লিটার করে গাড়ির তেল

সম্প্রতি এনসিআরবি-র তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে, ২০১৬ সালে বেকারত্বের কারণে দেশে ২,২৯৮ জন আত্মহত্যা করেছিলেন। ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৮৫১। মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২,৪০৪ এবং ২০১৮ সালে ২,৭৪১ জন বেকার আত্মঘাতী হন। শুধু তাই নয়, বেকারত্বের জেরে আত্মহত্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, এই রাজ্যে এক বছরে আত্মঘাতী হয়েছেন ৫৫৩ জন। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। ২০১৯ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ৪৫২। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (২৫১), ঝাড়খণ্ড (২৩২) এবং গুজরাত (২১৯)। তুলনামূলক অনেক ভাল অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে বাংলায় আত্মহত্যার ঘটনা মাত্র ৪০।

আরও পড়ুন-দিল্লিতে ৯ বছরের বালিকাকে গণধর্ষণ-খুন, শাহকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে বিজেপির তরফে সাফাই দেওয়ার চেষ্টা হলেও আদতে ছবিটা আলাদা। কোভিড-১৯ সংক্রমণের আগেই মোদি জমানায় বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায়। প্রতিবারই পরিস্থিতি তা আরও অবনতির দিকে যাচ্ছে। এবার খোদ কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই ফাঁস করল করোনাপূর্ব পরিস্থিতিতে দেশে বেকারত্ব ও তার কারণে আত্মহননের ভয়াবহ ছবি।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

59 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago