সংবাদদাতা, হাওড়া : সমবায় ব্যাঙ্কের নিয়োগের ক্ষেত্রে কোনওরকম দুর্নীতি হয়নি। সম্পূর্ণ স্বচ্ছতা রেখে ও নিয়ম মেনে নিয়োগ হয়েছে। বৃহস্পতিবার একথা সাফ জানালেন সমবায়মন্ত্রী অরূপ রায়। তিনি স্পষ্ট জানান, সমস্ত নিয়োগ হয়েছে নিয়ম মেনে। মন্ত্রী এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন। কেদারনাথ ভ্রমণে গিয়েছেন।
আরও পড়ুন-বনকর্মীদের উপর হামলা
সেখান থেকেই ফোনে সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, মামলা যে কেউ করতে পারে। আইনি পথেই আমরা তার মোকাবিলা করব। কিন্তু দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, সমবায় ব্যাঙ্কে নিয়োগের কোনও বেআইনি কাজ হয়নি। তিনি বলেন, ২০০৭ সালে ২১ জুন রাজ্য সরকার, রিজার্ভ ব্যাঙ্কের অধীন সংস্থা নাবার্ড ও কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে সমস্ত রাজ্য সমবায় ব্যাঙ্ক, জেলা সমবায় ব্যাঙ্ক ও কৃষি উন্নয়ন সমিতিগুলিকে ‘অটোনমি’ (স্বশাসিত) দেওয়া হয়। এর ফলে ওই সংস্থাগুলির নিয়োগের ক্ষেত্রে কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার নেই। ওই সমস্ত সংস্থাগুলি কর্মী নিয়োগ তারা নিজেরাই করতে পারে। তাদের নিয়োগ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে করার কোনও অধিকার নেই। ২০১০-এ কেন্দ্র সরকার, ন্যাবার্ড ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে চুক্তির ফলেই ওই সংস্থাগুলি ‘অটোনমি’ হয়। তারপর থেকেই তাদের নিয়োগ রাজ্য সরকার বা কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়ার নিয়ম নেই।
আরও পড়ুন-বিডিওর আশ্বাসে উঠল অবরোধ
এই প্রসঙ্গে সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘ওই চুক্তির পর থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলি অটোনমি হয়ে যাওয়ায় তারা নিজেরাই কর্মী নিয়োগ করেছে। সেখানে রাজ্য সরকার বা কোঅপারেটিভ সার্ভিস কমিশনের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। সেক্ষেত্রে নিয়োগের পুরো বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার কর্তারাই দেখছেন। ওইসব ক্ষেত্রে কোনও অনিয়মের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারাই বিষয়টি বলতে পারবেন। তবে এমন কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’’ এই প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘‘বিরোধীরা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না। তাই এখন নানা অছিলায় মামলা করে রাজ্যে অস্থিরতার সৃষ্টি করতে চাইছে। যার যোগ্য জবাব বাংলার মানুষ ওদের দিয়ে দেবে।’’
আরও পড়ুন-জলবন্দি গ্রামবাসীদের দুয়ারে ত্রাণ নিয়ে মানবিক পুলিশ
উল্লেখ্য, সমবায় ব্যাঙ্কে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীরা মামলা করে রাজ্যে গোলমাল পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এরপরই সমবায়মন্ত্রী অরূপ রায় স্পষ্ট করে জানিয়ে দিলেন, সমবায় ব্যাঙ্কে সম্পূর্ণ স্বচ্ছতা রেখে নিয়োগ হয়েছে, কোনও দুর্নীতি হয়নি।