সংবাদদাতা, কাটোয়া : চাকরি পেয়েছেন বাম আমলে। কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা দেননি কালনা পুরসভার কর্মী মনিরুল ওরফে নাজির শেখ। বর্তমান পুরবোর্ড তাঁর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চেয়ে না পাওয়ায় বিষয়টি ডিডিএলবির বর্ধমান ডিভিশনের নজরে এনেছে। পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, ‘ডিডিএলবি যে সিদ্ধান্ত নেবে সেটাই ওই কর্মীকে জানিয়ে দেওয়া হবে।’ তবে ইতিমধ্যেই পুরবোর্ডের বৈঠকে মনিরুলকে ‘নন-কোয়ালিফায়েড’ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-অসুস্থ নন্দিতা রায়, হাসপাতালে চিকিৎসাধীন
কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের মতে, ‘বাম আমলে ভূরি ভূরি দুর্নীতি হয়েছে। এটা তার একটা নমুনামাত্র।’ পুরসভা সূত্রের খবর, বর্তমানে পুরসভার পাম্পে কর্মরত মনিরুল ১৯৯৬ সালে পুরসভায় ড্রাইভারের চাকরি পান। সে সময় তাঁর শিক্ষাগত যোগ্যতা লেখা ছিল এইট পাশ। ২০১৯ সালে পুরসভার পোর্টালে পুরকর্মীদের শিক্ষাগত যোগ্যতা আপলোড করার সময় মনিরুলকে ‘মাধ্যমিক পাশ’ লেখা হয়। প্রমাণ হিসেবে ২০১৪-’১৫ শিক্ষাবর্ষে একটি বেসরকারি সংস্থার মাধ্যমিক পাশের শংসাপত্র দাখিল করা হয়। ওই সংস্থার মাধ্যমিক পাশের শংসাপত্র দেওয়ার এক্তিয়ারই নেই। মনিরুলের দাবি, চাকরি পাওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা দেন। হয়ত হারিয়ে গিয়েছে। প্রমাণপত্র জোগাড় করছেন বলেও জানান তিনি।