বৈঠকে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও জেলাশাসকরা, ডেঙ্গি সতর্কতা জারি প্রশাসনের

গরম পড়ার আগেই ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : গরম পড়ার আগেই ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার সব জেলাশাসক, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ স্বাস্থ্য দফতরের কর্তারা। নবান্নে এই বৈঠকে জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কোথাও জল জমে থাকছে কি না তা দেখার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ ফের শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা মারার জন্য ড্রোনের ব্যাবহার করার কথাও বলা হয়েছে। ডেঙ্গি থেকে রেহাই পেতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ ও শুরু করার জন্য পঞ্চায়েত ও পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গি চিকিত্সার জন্য সব হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন-ফের বৃষ্টি, শেষ চারে স্মিথরা

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দু’মাস শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে নতুন বছরের সপ্তম সপ্তাহ বা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ডেঙ্গি সংক্রমণে এখন শীর্ষে রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৭০। ৫১ জন ডেঙ্গি আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা। ওই জেলায় বর্তমানে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৪৫। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ৩৬ এবং মালদহ। ওই দুই জেলার আক্রান্ত সংখ্যা যথাক্রমে ৩৬ এবং ৩৩। প্রসঙ্গত, গতবছর প্রায় পুরো সময়টাতেই মুর্শিদাবাদ ও মালদহ— এই দুই জেলায় দাপিয়ে বেড়িয়েছিল ভাইরাসঘটিত এই রোগ। এমনকী জেলা দুটি সপ্তাহের পর সপ্তাহ সংক্রমণে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল।

Latest article