মধ্যরাতে বিকট আওয়াজে কেঁপে উঠল বরানগর, মৃত প্রৌঢ়া

বাড়িটি বহু পুরনো। দীর্ঘদিন সংস্কার হয়নি। তার উপর এই অঘটন। গোটা বাড়ি কেঁপে ওঠে। ভেঙে পড়ে যায় অনেকটাই।

Must read

হঠাৎ করেই বিকট আওয়াজে কেঁপে উঠল বরানগর। বোমা বিস্ফোরণ ভাবলেও জানা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে ভেঙে পড়ল একতলা বাড়ির একাংশ। বুধবার মাঝরাতে ঘটনার পর সেখানে পুলিশ আসে। এই বাড়ির অংশ চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-ছাত্র-শিক্ষকদের কড়া নিয়মে বাঁধছে পর্ষদ

বাড়িটি বহু পুরনো। দীর্ঘদিন সংস্কার হয়নি। তার উপর এই অঘটন। গোটা বাড়ি কেঁপে ওঠে। ভেঙে পড়ে যায় অনেকটাই। সেই ভাঙা অংশ চাপা পড়ে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। রাত ১টা নাগাদ এই ধ্বংসস্তূপ সরানো হয় এবং মহিলার দেহ উদ্ধার করা হয়। বাড়ির দুই বাসিন্দার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন । অনন্যা সিনেমা হলের কাছে ৩৪ নম্বর টি এন চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িটিতে এই গটনা ঘটে। বাড়িতে সুমিত্রা মাইতি নামে ওই প্রৌঢ়া তখন ছিলেন। তিনিই বাড়িটির মালিক।

আরও পড়ুন-দিনের কবিতা

দুর্ঘটনার পর থেকে প্রৌঢ়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তল্লাশি শুরু করে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে আসেন বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু, চেয়ারম্যান পারিষদ অঞ্জন পাল এবং স্থানীয় কাউন্সিলার শম্পা চন্দ। জট তাড়াতাড়ি সম্ভব ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দল। রাত ১টা নাগাদ ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয় সুমিত্রাদেবীর দেহ।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Latest article