নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : রবিবারের পর মঙ্গলবারও সাংবাদিক সম্মেলন করে ফের অগ্নিপথ প্রকল্পের হয়ে সওয়াল করেন সেনার তিন বাহিনীর কর্তারা। প্রতিরক্ষামন্ত্রকের সেনা বিভাগের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল এস কে ঝা এবং ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। অগ্নিপথের পক্ষে সওয়াল করে অনিল পুরী বলেন, তিনটি বিষয়ের ভারসাম্য রক্ষা করবে অগ্নিপথ প্রকল্প। সশ্বস্ত্র বাহিনীতে যুবদের অন্তর্ভুক্তি, প্রযুক্তিবান্ধব এবং তাঁদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তোলা।
আরও পড়ুন-অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের তিন মামলা
এই প্রকল্পে বাহিনীতে যোগদানের মাধ্যমে যুবকরা আগামী দিনের জন্য শৃঙ্খলাবদ্ধ কর্মী হয়ে উঠবেন বলে দাবি তিন বাহিনীর শীর্ষ কর্তাদের। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বিক্ষোভে অংশগ্রহকারীদের কড়া বার্তাও দিয়েছেন পুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কর্মপ্রার্থীদের মুচলেকা দিতে হবে যে, তাঁরা বিক্ষোভে অংশগ্রহণ করেননি বা কোথাও কোনও ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত ছিলেন না। অগ্নিপথ প্রকল্পে নিয়োগের পাশাপাশি বাহিনীতে নিয়োগ বা রেজিমেন্ট পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে না বলেও জানান পুরী। তাঁর কথায়, নিয়োগ প্রক্রিয়ায় কোনও বদল আনা হচ্ছে না। পুরানো সেনা জওয়ানদের অগ্নিপথ প্রকল্পে যুক্ত করার জল্পনা নস্যাৎ করে তিনি বলেন, এটা দেশের নিরাপত্তার বিষয়।
আরও পড়ুন-সংঘের তত্ত্বাবধানে বদল দেশের স্কুল পাঠ্যক্রমে
কেউ গুজব ছড়িয়েছে যে, পুরনো সেনা জওয়ানদেরও অগ্নিপথের সঙ্গে যুক্ত করা হবে। এয়ার মার্শাল সুরজ কুমার ঝা জানিয়েছেন, শারিরীক সক্ষমতার পরীক্ষায় কোনও রদবদল করা হচ্ছে না। অগ্নিবীর বায়ুর মাধ্যমে বায়ুসেনায় নিয়োগ করা হবে বলে জানান তিনি। ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী জানান, ৪ বছর পর সরাসরি সরাসরি মার্চেন্ট নেভিতে যোগদান করতে পারবেন অগ্নিবীররা। মঙ্গলবার তিন বাহিনীর প্রধানের সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…