প্রতিবেদন: বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা আর বিপর্যয় কার্যত সমার্থক হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির জমানায়। অন্তঃসারশূন্য প্রচারের ঢক্কানিনাদে আড়াল করা যাচ্ছে না বাস্তবের বেহাল দশা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তার প্রমাণ দিচ্ছে। ভিডিও প্রকাশ করে এই ইস্যুতে মোদি সরকারকে তীব্রভাবে খোঁচা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকার যতই দাবি করুক তারা বিশ্বমানের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেছে, আদতে তা ভুয়ো। মোদির শাসনকালে ভারতের স্বাস্থ্য পরিষেবার চিত্র অন্য কথাই বলছে। এই সূত্রে একাধিক ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, মোদিজির আমলে নাকি দেশে উন্নত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা! অথচ উত্তরপ্রদেশে সন্তান জন্মের পর মাতৃহারা হচ্ছে। লিফট ভেঙে মা প্রাণ হারালেন হাসপাতালে! এই কি বিশ্বমানের স্বাস্থ্য পরিকাঠামো ডাবল ইঞ্জিন সরকারের? একই দিনে মোদিরাজ্য গুজরাতে ফাঁস হয়ে গিয়েছে জাল মেডিক্যাল ডিগ্রি। ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে জাল মেডিক্যাল সার্টিফিকেট। আর তা নিয়ে রমরমিয়ে ব্যবসা করে ফাঁদে ভুয়ো ডাক্তাররা। এই ঘটনায় ১৪ জন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। এইরকম জাল চক্রের মাধ্যমে বহু ভুয়ো ডাক্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ঝাঁসি হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১০ নবজাতকের। আর মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ১২ জন নবজাতক-সহ ২৪ জনের মৃত্যু হয় ওষুধ আর স্বাস্থ্যকর্মীর অভাবে। উত্তরপ্রদেশের কানপুরে ১৪ জন শিশু বিপজ্জনক রক্ত দেওয়ায় হেপাটাইটিস বি এবং এইচআইভি সংক্রমিত হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্বাস্থ্যক্ষেত্রের এইসব দুর্দশার ছবি তুলে ধরে সরব হয়েছে তৃণমূল