হাওড়া (Howrah) থেকে পুরীগামী সুপারফাস্ট এক্সপ্রেসে (Superfast Express) দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। চলন্ত ট্রেনে কাপলিং খুলে ইঞ্জিনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনের বগি। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ ভোরে ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে সুপারফাস্ট এক্সপ্রেসটি। সকালে অন্য বগি এনে যাত্রীদের নিয়ে যাত্রা শুরু হয়।
আরও পড়ুন-সরকারি কর্মীদের দফতরে নিয়ম মেনে হাজিরায় নবান্নর বিজ্ঞপ্তি
রাত ১টা ৫ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢুকছিল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তখনই কাপলিং খুলে যায়। ট্রেনের বেশিরভাগ বগি বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন থেকে। সামনের দু’টো বগি নিয়ে এগিয়ে যায় ট্রেনের ইঞ্জিন। গভীর রাত বলে সকলেই ঘুমাচ্ছিল কিন্তু ঝাঁকুনিতে ঘুম ভাঙে অনেকের। আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন-ফের সারদাকর্তার চিঠি, কেন গ্রেফতার নয় গদ্দার
দুর্ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের তরফে মেরামতির দল পাঠানো হয়। অনেক চেষ্টার পরও কাপলিং জোড়া লাগাতে পারে নি রেলের কর্মীরা। নেকুড়সেনি স্টেশনের একটু দূরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে বগি থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। নতুন বগিতে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। দুর্ঘটনার প্রায় প্রায় ৫ ঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। আজ সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ পুরীর উদ্দেশে যায় সুপারফাস্ট এক্সপ্রেসটি।