বৃষ্টিতে জলের নিচে পাকা ধান দুশ্চিন্তায় ঘুম উধাও চাষিদের

মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে বাড়িতে নিয়ে আসেন। প্রচুর টাকায় করা ধান চাষ নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন জেলার ধানচাষিরা।

Must read

সংবাদদাতা, নদিয়া : নদিয়া কৃষিপ্রধান জেলা। করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ-সহ একাধিক বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে বাড়িতে নিয়ে আসেন। প্রচুর টাকায় করা ধান চাষ নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন জেলার ধানচাষিরা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বর্ষার মুখে সতর্ক জেলা প্রশাসন, ডেঙ্গু রুখতে পথে জেলাশাসক

দুদিন ধরে টানা বৃষ্টির জেরে এক হাঁটু জলের নিচে পাকা ধান। সঙ্গে ঝড় হওয়ায় জমিতেই পড়ে গেছে ধানগাছ। চাষিদের বক্তব্য, দীর্ঘক্ষণ জলের তলায় ধান ডুবে থাকলে সেই ধানে কল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই শুরু হয়েও গিয়েছে। এর উপর জলের তলায় পড়ে থাকলে গরুর খাবার হিসাবে সারা বছর যে বিচালির জোগান মেলে, তাও নষ্ট হয়ে যায়। অন্যদিকে এ সময় খেতে জনমজুরের অভাব দেখা যায়। বেশি টাকা মজুরি দিয়েও মজুর মেলে না। ফলে তড়িঘড়ি ধান কেটে বাড়িতে নিয়ে আসতে পারেননি চাষিরা। তাঁদের দাবি, জমিতে যে পরিমাণ জল জমে আছে কোনওভাবেই ধান কেটে আনা সম্ভব নয়। কোনওরকম ধান আনলেও তা থেকে বিচালি হবে না। চাষের খরচ উঠবে না। কীভাবে সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে নদিয়ার হাজার হাজার ধানচাষির।

Latest article