স্টেট ব্যাঙ্কের গ্রামীণ শাখায় গরির মানুষের, জমানো টাকা লোপাট

২০১৫ সালে কাঁকটিয়ায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখার উদ্বোধন হয়

Must read

সংবাদদাতা, তমলুক : ২০১৫ সালে কাঁকটিয়ায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখার উদ্বোধন হয়। গ্রামবাসীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই গ্রামীণ শাখাতে টাকা জমাতে শুরু করেন। কিন্তু কিছুদিন ধরে বেশ কয়েকজন এলাকাবাসী লক্ষ্য করে দেখেন, তাঁদের অ্যাকাউন্টে আসল সঞ্চয়ীকৃত টাকার থেকে অনেক কম টাকা রয়েছে।

আরও পড়ুন-সৌরভকে ঘিরে জল্পনা, পরে অবসান

মাথায় হাত পড়ে বেশ কয়েকজন গ্রাহকের। বুধবার ওই শাখার ডিপোজিট গ্রাহকেরা সকলে এসে তাঁদের পাসবই আপলোড করতেই সকলের চক্ষুচড়কগাছ। আদতে তাঁরা যে টাকা জমিয়ে ছিলেন সেই টাকা নেই বলে পাশবই দেখাচ্ছে। সেখানে দেখা যায়, জমানো টাকার থেকে কম টাকা রয়েছে তাঁদের হিসাবের বইতে। এর ফলে সঙ্গে সঙ্গেই ওই গ্রামীণ শাখায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রমে সেই উত্তেজনা ছড়িয়ে যায় গোটা এলাকায়।

আরও পড়ুন-জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পেল ভারত

খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ আসে। তবে কীভাবে গ্রাহকদের এই টাকা খোওয়া গিয়েছে তা নিয়ে কিছুই বলতে চাইছেন না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের মুখে এক প্রকার কুলুপ এঁটেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায় গ্রাহকদের টাকা তছরুপ নিয়ে মানুষ আতঙ্কিত। স্বাভাবিকভাবেই গ্রামের গরিব, খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকা ব্যাঙ্কে রাখার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Latest article