নজরে ছিল বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ, এবার কাঠগড়ায় বিজেপির মধ্যপ্রদেশ (MadhyaPradesh)। স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী হলেন এক ভোপালের অশোক গার্ডেন এলাকায় এক যুবক। জানা গিয়েছে মৃতের নাম অভিষেক বচলে (২৫)। আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তিনি স্ত্রী এবং শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং নিজের পরিবারকে জানান তাঁর জীবন নষ্ট করে দিয়েছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তিনি। বাবার কাছে ক্ষমা চাইলেন তিনি।
আরও পড়ুন-জোফ্রা, যশস্বী জেতালেন রাজস্থানকে
অভিষেক তাঁর এই মর্মান্তিক পরিণতির জন্য স্ত্রী কাজল, শ্বশুর, শাশুড়ি এবং কাজলের ভাইবোনকে দায়ী করে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভিডিয়োবার্তায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাঁকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ তুলেছেন ওই যুবক। মাত্র মাস কয়েক আগেই প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, বিয়ের কয়েক দিন পর থেকেই অশান্তি শুরু করেন অভিষেকের স্ত্রী কাজল। অভিষেকের আত্মীয়েরা জানান স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন কাজল। স্ত্রীকে নিয়ে আলাদাই থাকতেন অভিষেক। ফলে তাঁর উপর যে ক্রমাগত মানসিক নির্যাতন চলত তবে সেই কথা নিজের বাড়ির কাউকেই বলতে পারেন নি অভিষেক। ইতিমধ্যেই অভিষেকের মা-বাবাও পুত্রবধূ কাজল এবং তাঁর বাপের বাড়ির বিরুদ্ধে অভিষককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন-গেরুয়া রাজ্যে ভুয়ো হৃদরোগ বিশেষজ্ঞ, ৭ রোগীর মৃত্যর পর রহস্যভেদ
প্রসঙ্গত, এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের কথা। স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছিলেন সুভাষ। গত বছরের ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাটে আত্মঘাতী হন অতুল। মৃত্যুর আগে তিনি ২৪ পাতার একটি সুইসাইড নোট ও সঙ্গে রেকর্ড করেছিলেন দেড় ঘণ্টার ভিডিয়োবার্তা। স্ত্রী নিকিতা এবং তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। বিবাহবিচ্ছেদের জন্য তিন কোটি টাকা চেয়ে তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছিল। কিন্তু প্রশ্ন হল বার বার এমন ঘটনার পরেও কেন সতর্কতা অবলম্বন করা যাচ্ছে না?
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…