মুখ্যমন্ত্রীর দেখানো পথে কর্মসৃষ্টি, পথ দেখাচ্ছেন যুবক

অল্প পুঁজিতে আর ছোট জায়গাতে হয়ে যায়। অন্য যেকোনও কাজের পাশাপাশি বিকল্প আয়ের ভাল মাধ্যম। তাই শিখে রাখতে চাই।

Must read

সুদীপ্তা চট্টোপাধ্যায় শিলিগুড়ি: কর্মসৃষ্টি করে আয়ের পথ তৈরির কথা বারে বারে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখানো পথে হেঁটেই রোজগারের পথ পেয়েছেন বাংলার মহিলা থেকে যুবকরা। শিলিগুড়ির বছর ২২-এর যুবক তারই নজির। হাঁস প্রতিপালন করে এখন ওই যুবক হয়ে উঠেছেন উদাহরণ। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার অনিলনগরের বাসিন্দা বাবু বর্মন। মাত্র ১৫ হাজার টাকা দিয়ে তিনি হাঁস পালন শুরু করেছিলেন। এখন তাঁর খামারে খাঁকি ক্যাম্পবেল এবং ভারতীয় রানার এই দুই প্রজাতির হাঁস রয়েছে। প্রথমে মাত্র ৫০টি হাঁস দিয়ে শুরু করলেও এখন তাঁর খামারে প্রায় ৫০০টি হাঁস রয়েছে।

আরও পড়ুন-কৃষিকাজে সাফল্য, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন করঞ্জলির গৃহবধূ বর্ণালি ধারা

ডিমের পাশাপাশি মাংসের বাজারেও চাহিদা রয়েছে দুই প্রজাতির হাঁসের। বাবুর কথায়, হাঁস ও হাঁসের ডিম বিক্রি করে প্রতি মাসে ৮৫ থেকে ৯০ হাজার রোজগার হয়। বাবুর এমন ব্যবসা দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার বেশ কয়েকজন তরুণ। স্থানীয় শিবু দাস, রাজা রায়-সহ আরও অনেকে এখন বাবুর কাছ থেকে হাতেকলমে হাঁস প্রতিপালন করা শিখছেন। বাবুর কাছে হাঁস প্রতিপালন করতে আসা শিবু বললেন, হাঁস পালন একটি ভাল ব্যবসা। অল্প পুঁজিতে আর ছোট জায়গাতে হয়ে যায়। অন্য যেকোনও কাজের পাশাপাশি বিকল্প আয়ের ভাল মাধ্যম। তাই শিখে রাখতে চাই।

Latest article