ঋতিশা সরকার, শিলিগুড়ি : রেলের কন্ট্রোল রুমে মেলেনি খোঁজ। দুর্ঘটনার পর প্রিয়জনের খোঁজে হন্যে হয়ে ছুটছেন রেল দুর্ঘটনায় নিখোঁজদের পরিজনেরা। তাঁদের পাশে দাঁড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের একঝাঁক ডাক্তারি পড়ুয়ারা। বৃহস্পতিবার দুর্ঘটনার পর রাতেই তৃণমূল ছাত্র পরিষদের ডাক্তারি পড়ুয়ারা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী হেল্প ডেস্ক খোলেন। চিকিৎসার সঙ্গে সমান তালে দুর্ঘটনাগ্রস্তদের চিহ্নিতকরণ ও পরিবারের সঙ্গে আহতদের যোগাযোগ করিয়ে দেন তাঁরা।
আরও পড়ুন-মহানিষ্ক্রমণ
চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আহতদের নাম-ঠিকানা বয়স খুঁজে বের করতে সাহায্য করেন ওই ডাক্তারি পড়ুয়ারা। বিভিন্ন এলাকার তৃণমূল ছাত্র ইউনিট-কে কাজে লাগিয়ে পরিবারের ফোন নম্বরে খবর দেওয়ার ব্যবস্থা করেন। এই ডাক্তারি পড়ুয়াদের পাশাপাশি দুর্ঘটনার দিন রাতেই শিলিগুড়ি তৃণমূলের যুব ছাত্রদের তরফে রক্তের জোগান বাড়াতে ৩১ ইউনিট রক্ত দান করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের ডাক্তারি পড়ুয়াদের ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপন দাস বলেন, ‘রাতে কোনোক্রমে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে চিকিৎসা দেওয়াটাই ছিল বড় কাজ।
আরও পড়ুন-মধ্যরাতে ঝাঁপিয়ে পড়ে একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা
প্রথম পর্যায় রোগী এবং উদ্ধারকারীদের কাছে যতটা সম্ভব ডেটা সংগ্রহ করি। পরবর্তীতে যেহেতু আমরা ডাক্তারি পড়ুয়া সেক্ষেত্রে হাসপাতালের বিভিন্ন জায়গা থেকে তথ্য একত্রিত করে ডেটাবেস তৈরি করি।’ ডাক্তারি এই পড়ুয়ারা জানান, রক্তের প্রয়োজনীয়তা থাকলে তা-ও জানিয়ে দিচ্ছি আমরা। কারণ চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা সকলেই এখন আহতদের চিকিৎসায় ব্যস্ত। আহতদের পরিজনেরা চিন্তায় রয়েছেন তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।