দুর্দিনে দেখা নেই বিরোধীদের দুর্গতদের পাশে শুধু তৃণমূল

তিস্তা নদীর জলে মেখলিগঞ্জের প্লাবিত এলাকায় গিয়ে দুর্গতদের হাতে চাল ডাল আলু-সহ শুকনো খাবার পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক

Must read

সংবাদদাতা, কোচবিহার: বিরোধীদের দেখা নেই৷ বিপদের দিনে ভরসা একমাত্র তৃণমূল কংগ্রেস। তিস্তা নদীর জলে মেখলিগঞ্জের প্লাবিত এলাকায় গিয়ে দুর্গতদের হাতে চাল ডাল আলু-সহ শুকনো খাবার পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শুক্রবার থেকে তিস্তা নদীর জল ঢুকতে শুরু করেছে চর এলাকায়। চর এলাকার নিচু জমিতে ঘরবাড়িতে ঢুকেছে নদীর জল। উঁচু এলাকায় এসে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ৷ অথচ এত বিপদের দিনে দেখা মেলেনি তৃণমূল ছাড়া আর কোনও রাজনৈতিক দলের কোনও জনপ্রতিনিধি বা কর্মীর।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ডে চার লক্ষ টাকার চিকিৎসা নিখরচায়

এদিকে শনিবার রাতেই খাবার সামগ্রী সমেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূল কংগ্রেস লেখা পোস্টার লাগানো দুটি গাড়ি রওনা হয় তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিস থেকে। রবিবার মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেস কর্মীরা গিয়ে খাবারের প্যাকেট সরবরাহ করেন৷ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, মেখলিগঞ্জ ও দিনহাটা মিলিয়ে সাতশো দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে। জানা গেছে ইতিমধ্যেই মেখলিগঞ্জ ও কুচলিবাড়ি থানা পুলিশের উদ্যোগে শনিবার থেকে বিভিন্ন এলাকায় গিয়ে বড় নৌকা দিয়ে প্লাবিত এলাকার ঘরবাড়ি থেকে নিরাপদ জায়গায় নিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷

Latest article