যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিংছাত্রীকে যৌন হেনস্থা ইন্টার্নের

Must read

প্রতিবেদন : যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিংছাত্রীকে যৌন হেনস্থার (sexually harassed_Uttar Pradesh) অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে! বিজেপি রাজ্য মানেই মহিলারা অসুরক্ষিত, নারীনিরাপত্তা তলানিতে, ফের প্রমাণ করল উত্তরপ্রদেশ। নামী সরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানে নার্সিংছাত্রীকে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগ ওই প্রতিষ্ঠানেরই এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। এই নিয়ে কায়সারবাগ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে আক্রান্ত ছাত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ বিশ্বজিৎ শ্রীবাস্তব। জানা গিয়েছে, ওই ইন্টার্ন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ছাত্রীটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ছাত্রীটি বিয়ের জন্য জোরাজুরি করলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে হুমকি দেওয়া শুরু হয়। ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়। জানাজানি হতেই অভিযুক্ত পলাতক। গত ১৫ দিনে উত্তরপ্রদেশের কোনও মেডিক্যাল প্রতিষ্ঠানে এই নিয়ে দ্বিতীয়বার নারী হেনস্থার (sexually harassed_Uttar Pradesh) ঘটনা ঘটল। যাঁরা পশ্চিমবঙ্গের কোনও বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কুৎসা করতে মাঠে নেমে পড়েন, সেই বিজেপি নেতাদের মুখে ডাবল ইঞ্জিন রাজ্যের এই ঘটনা নিয়ে একটিও কথা নেই। অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ, ধৃত বিজেপি কর্মী

Latest article