খেলা

সন্তোষজয়ী ফুটবলারদের সংবর্ধনায় ক্রীড়ামন্ত্রীর আহ্বান, লিগে খেলুক শুধু বাংলার ছেলেরাই

প্রতিবেদন : সন্তোষজয়ী ফুটবলাররা ফিরছেন। মুখ্যমন্ত্রী তাঁকে বিমানবন্দরে যেতে বলেছিলেন। তারপর চাকু মান্ডি, রবি হাঁসদা, মনতোষ মাঝিদের নবান্নে ডাক। আর্থিক পুরস্কার ও সরকারি চাকরি। ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তে এখন খুশির বাতাস ময়দান জুড়ে।

আরও পড়ুন-প্রবল ঝড়-বৃষ্টি মক্কায়, বন্যায় বিপর্যস্ত জনজীবন

সেদিন যিনি বিমানবন্দরে ফুটবলারদের বরণ করেছিলেন, সেই ক্রীড়ামন্ত্রী কিন্তু ভবানীপুর ক্লাবের সংবর্ধনায় এসে ফুটবলারদের মনে করিয়ে দিলেন, তোমরা সবে মাধ্যমিক পাশ করেছ। প্রথম ডিভিশন পেয়েছ। কিন্তু এখনও সামনে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন। তারপর বিশ্ববিদ্যালয়। তোমরা সবাই ক্লাব পাবে। আইএসএলও খেলবে। কিন্তু থামলে হবে না। ক্লাব লনের মঞ্চ থেকে আরুপ বিশ্বাস যখন এসব বলছেন, মেরুন ট্র্যাক সুটে সজ্জিত বঙ্গ ব্রিগেডের চোখে-মুখে আনন্দের ঝিলিক। স্বপ্নও। একটু আগে কোচ সঞ্জয় সেন বলছিলেন, আমি ওদের বলেছিলাম কলকাতায় ফিরলে তোমাদের জীবনে হয়তো পরিবর্তন আসবে। কিন্তু সংবর্ধনায় হারিয়ে যেও না। সৎ থাকলে সবই সম্ভব। এটাই জীবনের মন্ত্র।

আরও পড়ুন-হঠাৎ চোটে মোলিনার চিন্তা বাড়ালেন থাপা

সন্তোষ ট্রফি জেতা দলের চারজন ভবানীপুরের প্লেয়ার। ক্লাব কর্তা সৃঞ্জয় বসুর হিসাবে, গত দু-তিন বছরে এই ক্লাবে খেলা ন’জন ফুটবলার এবারের বাংলা দলে ছিলেন। বুধসন্ধ্যার এই অনুষ্ঠান ছিল আক্ষরিক অর্থেই চাঁদের হাঁট। ছিলেন সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, কম্পটন দত্ত, অতনু ভট্টাচার্য, দুই ফুটবল কর্তা অনির্বাণ দত্ত ও সুব্রত দত্ত-সহ অনেকেই। শীতের ময়দানে একটু উষ্ণতা ছড়াতে পাওয়া গেল পত্রিকা সম্পাদক, রাজনীতিক তথা মোহনবাগান সহ সভাপতি কুণাল ঘোষ ও প্রতিষ্ঠিত গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মন কেড়ে নেওয়া ডুয়েটও। এরমধ্যে ভবানীপুর কর্তা স্বপন সাধন বসু ঘোষণা করে দিলেন, আমরা জুনিয়র অ্যাকাডেমি গড়ব। বাংলার ফুটবলার গড়ব।
সঞ্জয় এদিন বলছিলেন, আমি শুধু আমার কাজ করেছি। চেষ্টা করেছিলাম ওদের মধ্যে খিদে বাড়ানোর। দশমীর দিনেও ট্রায়াল হয়েছে। কিন্তু এটাও বলছি, সব কৃতিত্ব ফুটবলারদের। কোচ সঞ্জয়কে অভিনন্দন জানিয়ে ক্রীড়ামন্ত্রী অবশ্য স্পষ্ট করে দিলেন, এখানেই থামলে হবে না। রাজ্য সরকার ক্রীড়া উন্নয়নে দু’হাত তুলে খরচ করছে। খরচের বেলায় কোনও কার্পণ্য নেই। তাই জুনিয়র স্তরে একটা টুর্নামেন্ট জিতেই থেমে গেলে হবে না। বিভিন্ন জেলায় সঞ্জয় সেন, সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষেদের মতো প্রাক্তনদের নিয়ে শিবির করতে হবে। এরই সঙ্গে অরুপ বিশ্বাসের সংযোজন, ভারতীয় দলে এখন একা শুভাশিস বসু। কেন? আমি চাই অন্তত সাতজন বাংলার ফুটবলার জাতীয় দলে খেলুক।
আইএফএ কর্তাকে সামনে রেখে ক্রীড়ামন্ত্রী আরও বলেন, লিগে এখন সাতজন ভিন রাজ্যের ফুটবলার খেলতে পারে। তাহলে কোথা থেকে আমাদের ফুটবলের উন্নতি হবে। কলকাতা ফুটবলে বিদেশিদের খেলা বন্ধ হয়েছে। এবার নিয়ম হোক লিগে শুধু বাংলার ফুটবলাররাই খেলবে। আমাদের রাজ্যে প্রতিভার অভাব নেই। শুধু তাদের তুলে আনতে হবে। তাহলেই আরও সন্তোষ ট্রফি জিতব আমরা। জাতীয় দলে শুভাশিসের পাশে আরও বাংলার ফুটবলারকে দেখতে পাব।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago