কড়া নিরাপত্তায় উদ্বোধনী অনুষ্ঠান

Must read

প্যারিস, ২২ জুলাই : ২৬ জুলাই শুরু হচ্ছে অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন। তার প্রস্তুতিও তুঙ্গে। এই প্রথমবার কোনও স্টেডিয়ামে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান। হবে প্যারিসের (Paris) সেন নদীতে। খোলামেলা পরিবেশে অ্যাথলিটদের সুরক্ষা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে সেই কারণে গোটা প্যারিস জুড়ে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী। অলিম্পিক কমিটির সভাপতি টনি এসটেনগুয়েট এই ব্যাপারে নিশ্চিত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেন নদীতে প্রায় হাজারের উপর অ্যাথলিটদের নিয়ে প্রদক্ষিণ করবে অসংখ্য নৌকা। নদীর ছয় কিলোমিটার জুড়ে হবে প্যারেড। যা ফ্রান্সের সৌন্দর্য্য ও ইতিহাস তুলে ধরবে। আশা করা হচ্ছে, তিন লাখের উপর মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে নদীর তীরে ভিড় জমাবেন। জমকালো এই অনুষ্ঠানে নিরাপত্তায় যাতে ঘাটতি না থাকে সেই কারণে প্রায় ৪৫,০০০ পুলিশকে নিয়োগ করেছে অলিম্পিক কমিটি। বহুতলে থাকবে স্নাইপাররা। সঙ্গে চলবে ড্রোনের নজরদারি। এসটেনগুয়েট বলেছেন, “আমাদের লক্ষ্য ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা করা। সেটা করার চেষ্টা করেছি। উদ্বোধনী অনুষ্ঠান ভাল ভাবেই হবে। নিশ্চিত থাকুন।” জঙ্গি হানারও কোনও হুমকি নেই, সেটা নিশ্চিত করেছে ফরাসি সরকার (Paris)।

আরও পড়ুন-কেন্দ্রীয় কর্মচারীদের খুল্লামখুল্লা গেরুয়াকরণের ছাড়পত্র দিল্লির

Latest article