সংবাদদাতা, পুরুলিয়া : খেতমজুর সংগঠনের (Farmers Organization) কার্যালয় উদ্বোধন করে রাজ্য সভাপতির ঘোষণা, ‘‘কৃষকদের প্রকৃত বন্ধু তৃণমূল। বীজ-সার ইত্যাদির দাম অত্যধিক বাড়ায় চাষ করতে নাভিশ্বাস উঠছে কৃষকদের। তৃণমূল সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে নানারকম সহায়তা দিয়ে তাঁদের বোঝা হালকা করার চেষ্টা করছে। কৃষকরা পাচ্ছেন নানা ধরনের সহায়তা। এই সহায়তা যাতে প্রত্যেক কৃষক পান, তা নিশ্চিত করতে হবে।” শনিবার রাঘবপুর মোড়ের কাছে কিসান ও খেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় উদ্বোধন করতে এসে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন সংগঠনের রাজ্য সভাপতি, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। মঞ্চ থেকেই একুশে জুলাই ধর্মতলা সমাবেশে জেলা থেকে বেশি সংখ্যক কৃষকদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, দলের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালি, সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাত প্রমুখ। প্রসেনজিৎ বলেন, ‘‘সংগঠনের (Farmers Organization) জেলা কার্যালয়ে সব সময় একটি বাক্স রাখা থাকবে। যেখানে কৃষকরা তাঁদের সমস্যা, অভিযোগ লিখিত জানাতে পারবেন। সংগঠন প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এছাড়া টোল ফ্রি নম্বরে ফোন করেও নিজেদের সমস্যা জানাতে পারবেন কৃষকরা।” পূর্ণেন্দু বসু বলেন, ‘‘চলতে হবে সকলকে নিয়ে। কিন্তু যার ভূমিকা যেমন তিনি তেমনই মর্যাদা পাবেন।” দিল্লির কৃষক আন্দোলন, বিজেপি সরকারের কৃষিনীতির সমালোচনা করে প্রাক্তন মন্ত্রী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে কৃষকদের জমির খাজনা পুরোপুরি মকুব করে দিয়েছেন। কৃষকদের অধিকার সুরক্ষিত করেছেন।” প্রতিটি কৃষক যাতে তাঁদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়ে দেন তিনি।
আরও পড়ুন: বিভাজনের রাজনীতি বরদাস্ত নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়