আলিপুরে দেশাত্মবোধক প্রদর্শনীর উদ্বোধন

দেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের নানা তথ্য ও ছবির মেলবন্ধনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী৷

Must read

প্রতিবেদন : দেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের নানা তথ্য ও ছবির মেলবন্ধনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী৷ এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশাত্মবোধের বার্তা তুলে ধরতে প্রশাসনের এমন ব্যবস্থা৷ বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলাসদর আলিপুরে ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলাশাসক সুমিত গুপ্ত, সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল৷ উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার–সহ জেলার কর্মাধ্যক্ষ ও অন্য আধিকারিকরা৷ একশো বছর আগে কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানের নামে নামকরণ করা হয়েছে এই প্রদর্শনীর৷ যখন গানটি প্রথম লেখা হয়েছিল, তখন হইচই পড়ে গিয়েছিল৷ সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে ইংরেজ সরকার বন্দি করে কারাগারে রেখেছিল। দেশবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদ হিসেবে ১৯২১ সালে ‘কারার ওই লৌহকপাট’ লিখেছিলেন বিদ্রোহী কবি৷

আরও পড়ুন-চিকিৎসকদের কর্মবিরতিতে উত্তরে স্তব্ধ পরিষেবা, হয়রানি

দেশাত্মবোধক প্রদর্শনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সকলেই৷ পাশাপাশি একটি পুস্তক আকারে প্রদর্শনীর মূল বক্তব্য স্কুলের ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করার জন্যে অনেকেই অনুরোধ করেন প্রশাসনিক কর্তাদের কাছে৷ কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু–সহ নারী স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবীদের নানান কাহিনি তুলে ধরা হয়েছে। আগামী ২৩ অগাস্ট পর্যন্ত আলিপুরের নবপ্রশাসনিক ভবনের নিচতলায় প্রদর্শনীটি চলবে৷

Latest article