প্রতিবেদন : আরজি কর মামলার শুনানিতে অংশ নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে ভর্ৎসিত হলেন বিজেপি নেতা, আইনজীবী কৌস্তুভ বাগচী৷ শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার শুনানি পর্বে অভদ্র আচরণ করার জন্যই প্রধান বিচারপতির বেঞ্চের কাছে তিরস্কৃত হলেন কৌস্তুভ বাগচী৷ এদিন আরজি কর মামলার শুনানির শেষ লগ্নে কৌস্তুভ বাগচী আদালতের মধ্যেই চিত্কার করে বলার চেষ্টা করেন, আরজি কর হাসপাতালে বিনা চিকিত্সায় কোন্নগরের যুবকের মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তৃণমূল নেতারা৷ তাঁর অভিযোগ এবং বাচনভঙ্গি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়৷
আরও পড়ুন-আবহাওয়া মাপক রেডার
কৌস্তুভকে থামিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলে ওঠেন, আপনি আগে নিজের গলার স্বর নিচু করুন! এটা সুপ্রিম কোর্ট৷ আপনি তিনজন বিচারপতির সামনে দাঁড়িয়ে আছেন৷ আপনি কি এখানে গ্যালারি শো করতে এসেছেন? মনে রাখবেন, আপনি এখানে তিন বিচারপতির বেঞ্চে সওয়াল করতে এসেছেন৷ যাঁরা লাইভ স্ট্রিমে শুনানি দেখছেন, তাঁদের দেখানোর জন্য আসেননি৷ প্রধান বিচারপতির কথার সূত্রেই রাজ্যের আইনজীবী কপিল সিবাল দাবি জানান, তাঁদের কাছে এমন একটি ভিডিও আছে যেখানে আইনজীবী কৌস্তুভ বাগচীকে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে! সবমিলিয়ে এদিন শীর্ষ আদালত বুঝিয়ে দিল, শৃঙ্খলা এবং শিষ্টাচারের প্রশ্নে কোনও আপস চলবে না।