প্রতিবেদন: আয়কর বিল (Income tax bill) সংক্রান্ত পরিবর্তন যে আসলে নিছকই যান্ত্রিক এবং অন্তঃসারশূন্য তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল। এই পরিবর্তনকে মেকানিক্যাল বলে কটাক্ষ করলেন প্রবীণ তৃণমূূল সাংসদ সৌগত রায়। বিরোধীদের সম্মিলিত চাপে বিলটিকে শেষপর্যন্ত সিলেক্ট কমিটিতে পাঠাতে বাধ্য হল মোদি সরকার। আয়কর বিল-২০২৫ অত্যন্ত জটিল, এই বিলে দেশের আমজনতার কোনও লাভ হবে না, এই অভিযোগ এনে বৃহস্পতিবার দলের তরফে এই বিলটির তীব্র বিরোধিতা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই বিলটির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হল বিরোধী শিবিরের অন্যান্য দলও৷ এরই জেরে ফের পিছু হটে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে বাধ্য হল মোদি সরকার৷ এই বিলটিকে কেন্দ্র করে এদিন ব্যাপক হইচইয়ের সাক্ষী হল সংসদ।
আরও পড়ুন-সতর্ক করলেন দলনেত্রী, ভুয়ো ভোটার রুখতে আসরে নেতৃত্ব
উল্লেখ্য, বৃহষ্পতিবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনে মোদি সরকারের তরফে ‘আয়কর বিল-২০২৫’ পেশ করা হয় লোকসভায়৷ সঙ্গে সঙ্গেই প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস৷ তাঁদের দেখানো পথেই বিলটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বিরোধী শিবিরের সাংসদরা৷ কেন এই বিলটির বিরোধিতা করছেন তাঁরা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে গিয়ে লোকসভায় দাঁড়িয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায় বলেন, এই বিলটি আগের বিলের তুলনায় অনেক বেশি জটিল৷ এই বিলটির মাধ্যমে দেশের আম জনতার আয়করের কোনও সুরাহা হবে না, দাবি জানান তিনি৷ তাঁকে সমর্থন করেন বিরোধী সাংসদরা৷ এই পরিস্থিতিতে বিরোধীদের সম্মিলিত চাপের মুখে পড়ে নিজেদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সম্পূর্ণ বিপরীতে সরে গিয়ে মোদি সরকারের তরফে এদিন জানানো হয়, বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হচ্ছে৷