বিবিসির অফিসে আয়কর হানা নিয়ে বিশ্বজুড়ে নিন্দা

তল্লাশিতে তর্কাতর্কি অফিসারদের সঙ্গে

Must read

প্রতিবেদন : শুরু হয়েছিল মঙ্গলবার। বুধবারও দিনভর চলেছে বিবিসির (BBC- Income Tax Department) মুম্বই ও দিল্লি অফিসে আয়কর দফতরের তল্লাশি। এরই মধ্যে বুধবার তল্লাশি চালাতে গেলে বিবিসির দিল্লি (Delhi) অফিসে আয়কর দফতরের এক আধিকারিকের সঙ্গে বিবিসির এক কর্মীর তীব্র বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আয়কর দফতরের এক আধিকারিক বিবিসির অফিসে ঢুকতে গেলে সংস্থার এক কর্মী তাঁকে ওয়ারেন্ট দেখাতে বলেন। এতেই ক্ষুব্ধ হয়ে আয়কর দফতরের ওই আধিকারিক রীতিমতো গলা চড়িয়ে নিজের পরিচয় জাহির করেন। এর পরই তিনি বিবিসি কর্মীদের ফোন রেখে দেওয়ার নির্দেশ দেন। এরই মধ্যে এক মহিলা কর্মীর কণ্ঠস্বরও শোনা গিয়েছে। যদিও ওই মহিলাকে দেখা যায়নি। তবে তাঁকে আয়কর দফতরের আধিকারিককে বলতে শোনা গিয়েছে, আপনি ভদ্রভাবে কথা বলুন। ভদ্রমহিলার ওই কথায় আরও ক্ষিপ্ত হন আয়কর দফতরের সংশ্লিষ্ট আধিকারিক। তিনি আরও গলা চড়িয়ে জানতে চান, বিবিসির কর্মীরা গেট না খুলে কেন ১০ মিনিট তাঁদের দাঁড় করিয়ে রেখেছিলেন?

আরও পড়ুন-নিকি হত্যা মামলা: বান্ধবীকে খুনের পরের দিন অন্য মহিলাকে বিয়ে

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আয়কর দফতর বিবিসির (BBC- Income Tax Department) দিল্লি ও মুম্বই (Mumbai) অফিসে তল্লাশি অভিযানে ঢোকে। তল্লাশি শুরু করার আগেই অবশ্য তারা বিবিসির সমস্ত সাংবাদিক এবং সংবাদ কর্মীদের মোবাইল ফোন ও ল্যাপটপ জমা রাখার নির্দেশ দেয়। তারপরই শুরু হয় সমীক্ষা। যে সমীক্ষা বুধবারও চলেছে। জানা গিয়েছে, আয়কর দফতর ২০১২ সাল থেকে বিবিসির সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। বিবিসির ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। বিবিসির দফতরে এই তল্লাশি অভিযান নিয়ে গোটা দেশে মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। ইতিমধ্যেই বিবিসির দফতরে আয়কর হানার তীব্র নিন্দা করেছে প্রেসক্লাব অফ ইন্ডিয়া এবং এডিটরস গিল্ড।

Latest article