সংবাদদাতা, বীরভূম : দুই নভেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী জেলার আসন পুনর্বিন্যাস নিয়ে সমস্ত দলের মতামত গ্রহণ করা হবে। ১৬ নভেম্বরের মধ্যে তার রিপোর্ট রাজ্যে পাঠানো হবে। নতুন আসন পুনর্বিন্যাসে এক সংসদে দুই আসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রেও অবশ্য সদস্যসংখ্যা নির্দিষ্ট করা আছে। তিরিশের বেশি সদস্য হলে বিকল্প পথ বের করতে হবে। সেক্ষেত্রে কোনও সংসদ পাশের পঞ্চায়েতে সংযুক্ত হতে পারে। যদিও সবটুকুই আলোচনা ও পর্যালোচনা সাপেক্ষ। একদম প্রাথমিক পর্যায়ে। তবে জনসংখ্যার নিরিখে এবার ত্রিস্তর পঞ্চায়েতে আসন যে বাড়ছে তা এক প্রকার নিশ্চিত। আগে বীরভূম জেলা পরিষদের সংখ্যা ছিল ৪২। তা বেড়ে হয়েছে ৫২। পঞ্চায়েত সমিতিতে আসন ছিল ৪৬৫। হয়েছে ৪৯০। ১৬৭ গ্রামপঞ্চায়েতে ছিল ২২৪৭। হয়েছে ২৮৫৯। জনসংখ্যা বৃদ্ধির জন্য বিগত দশ বছর পর এত আসন সর্বস্তরে বেড়েছে।
আরও পড়ুন-প্রতিমার কাছে বসে শ্যামাগানে বিধায়ক
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯০০ ভোটারের ক্ষেত্রে গ্রামপঞ্চায়েতে একজন প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে চার হাজারে একজন এবং জেলা পরিষদের ক্ষেত্রেও ৬০ হাজার ভোটারের জন্য একজন প্রতিনিধি নির্ধারিত। খসড়া তালিকায় যে সমস্ত ব্লকের আসন বেড়েছে, তা কীভাবে চিহ্নিত করা হবে সে ব্যাপারেও আলোচনা ও পর্যালোচনা চলছে।