প্রতিবেদন : শ্রমিকদের জন্য সুখবর। ছোট এবং মাঝারি লৌহ ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস বৃদ্ধি পেল ০.১ শতাংশ। এছাড়াও গতবছরের তুলনায় আরও অতিরিক্ত ২০০ টাকা এক্সগ্রাসিয়া পাবেন। সোমবার শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে এমনটাই জানালেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী জানিয়েছেন, এই চুক্তি অনুসারে সারা রাজ্যের প্রায় ১৫০টি কারখানার প্রায় দেড় লক্ষ শ্রমিক উপকৃত হবেন।
আরও পড়ুন-বাংলার ১০০ দিনের টাকা আটকাতে সুপ্রিম কোর্টে কেন্দ্র!: তোপ অভিষেকের
গতবছর ছিল ১৬ শতাংশ। এবার এক শতাংশ বেড়ে হল ১৭ শতাংশ। এছাড়াও গতবছর এক্সগ্রাসিয়া ছিল ৯০০ টাকা, এবছর ২০০ টাকা বেড়ে হল ১১০০ টাকা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার ইখলাখ ইসলাম, স্পঞ্জ আয়রন শিল্পের মালিকপক্ষ, আইএনটিটিইউসি’র অভিজিৎ ঘটক, সিটু-র পক্ষে প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। চুক্তিতে সই করেন বিশেষ শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত। উপস্থিত ছিলেন আসানসোলের যুগ্ম শ্রম কমিশনার, দুর্গাপুর ও বাঁকুড়ার ডেপুটি শ্রম কমিশনার-সহ অন্যান্যরা।