প্রতিবেদন : করোনাকাল কাটিয়ে রোজই বাড়ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীসংখ্যা। ভিড় সামলাতে এবার আরও বাড়ছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো সংখ্যা। এবার থেকে সপ্তাহের সাতদিনই আরও সকালে মিলবে প্রথম ট্রেন। রাতের শেষ মেট্রোও ছাড়বে আরও দেরিতে। সবমিলিয়ে শনিবার নিত্যযাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেলওয়ে। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার ২৮ মার্চ থেকে বাড়ছে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। সোম থেকে শুক্র, এতদিন চলত ২৭৬টি মেট্রো। এবার ওই পাঁচদিন মিলবে ২৮২টি মেট্রো। আগের মতোই ওই দিনগুলিতে মেট্রো চলবে ৫ মিনিট অন্তর। শনিবার-সহ সপ্তাহের ৬ দিন দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। আর দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। এখন দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে রাত সাড়ে ন’টায়। সোমবার থেকে তার পরিবর্তে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। রবিবারও শেষ মেট্রো মিলবে একই সময়। ২ এপ্রিল থেকে বাড়ছে শনিবারের মেট্রো সংখ্যাও। দমদম-কবি সুভাষ পর্যন্ত চলবে ২৩৪টি মেট্রো। ওইদিন মেট্রো মিলবে ৭ মিনিট অন্তর। ৩ এপ্রিল থেকে বাড়বে রবিবারের মেট্রো সংখ্যাও। সেদিন মেট্রো চলবে ১০ মিনিট অন্তর।