ইন্ডিগো সঙ্কটের মাঝেই বাড়তি নজরদারি কলকাতা বিমানবন্দরে

ইন্ডিগোর (Indigo) পরিষেবা ব্যাহত হওয়ায় দেশজুড়ে যাত্রীদের মধ্যেও গত কয়েক দিন ধরে ক্ষোভ দেখা দিয়েছে। সেই চিত্র ধরা পড়েছে কলকাতা বিমানবন্দরেও

Must read

ইন্ডিগোর (Indigo) পরিষেবা ব্যাহত হওয়ায় দেশজুড়ে যাত্রীদের মধ্যেও গত কয়েক দিন ধরে ক্ষোভ দেখা দিয়েছে। সেই চিত্র ধরা পড়েছে কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport)। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতা আসেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ডিরেক্টর তন্বী সূন্দরিয়াল। গোটা বিষয়টি খতিয়ে দেখেন তিনি। বিমানবন্দর সূত্রের খবর, তিনি টার্মিনালের গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন। ইন্ডিগোর হেল্পডেস্ক, বুকিং ও চেক-ইন কাউন্টার, সিকিউরিটি হোল্ড এরিয়া, ডিপার্চার গেট সব জায়গাতে গিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলেন।

আরও পড়ুন-মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

এদিন এএআই কলকাতা, CISF এবং বিভিন্ন এয়ারলাইন্সের দায়িত্বশীল অফিসারদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। অপারেশন স্থিতিশীল করা, অতিরিক্ত জনবল মোতায়েন, বিশেষ সহায়তা ডেস্ক, এবং সময়মতো যাত্রীদের তথ্য জানানো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এমতাবস্থায় কিছু পরিবর্তন আনছে বিমানবন্দর। বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। অতিরিক্ত কর্মী মোতায়েন, রিয়েল-টাইম আপডেট এবং সমন্বিতভাবে কাজের ওপর তাঁর জোর দেওয়ার কথা বলা হয়েছে তাই জানা গিয়েছে গোটা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কড়া নজরদারি বজায় থাকবে।

Latest article