ইন্ডিগোর (Indigo) পরিষেবা ব্যাহত হওয়ায় দেশজুড়ে যাত্রীদের মধ্যেও গত কয়েক দিন ধরে ক্ষোভ দেখা দিয়েছে। সেই চিত্র ধরা পড়েছে কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport)। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতা আসেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ডিরেক্টর তন্বী সূন্দরিয়াল। গোটা বিষয়টি খতিয়ে দেখেন তিনি। বিমানবন্দর সূত্রের খবর, তিনি টার্মিনালের গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন। ইন্ডিগোর হেল্পডেস্ক, বুকিং ও চেক-ইন কাউন্টার, সিকিউরিটি হোল্ড এরিয়া, ডিপার্চার গেট সব জায়গাতে গিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলেন।
আরও পড়ুন-মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
এদিন এএআই কলকাতা, CISF এবং বিভিন্ন এয়ারলাইন্সের দায়িত্বশীল অফিসারদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। অপারেশন স্থিতিশীল করা, অতিরিক্ত জনবল মোতায়েন, বিশেষ সহায়তা ডেস্ক, এবং সময়মতো যাত্রীদের তথ্য জানানো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এমতাবস্থায় কিছু পরিবর্তন আনছে বিমানবন্দর। বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। অতিরিক্ত কর্মী মোতায়েন, রিয়েল-টাইম আপডেট এবং সমন্বিতভাবে কাজের ওপর তাঁর জোর দেওয়ার কথা বলা হয়েছে তাই জানা গিয়েছে গোটা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কড়া নজরদারি বজায় থাকবে।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…