সংবাদদাতা, জলপাইগুড়ি : ডেঙ্গির পর এবার জলপাইগুড়ি শহরে স্ক্রাব টাইফাসের হানা। এই রোগে আক্রান্ত হয়ে একজন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ১২৭ জনের স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন-বিস্মৃতপ্রায় অভিনেতা ধীরেন্দ্রনাথ
জানা গিয়েছে, চলতি মাসেই জলপাইগুড়িতে নতুন করে দু’জন এই রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু’জনের মধ্যে একজন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যজন জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে। জলপাইগুড়ির চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় জানান, এই সময় এই রোগের আক্রান্তের সম্ভাবনা বেড়ে যায়। কারণ এই সময়ে চা-বাগানে ও ফুলের গাছে পোকার আক্রমণ হয়। ফলে যাঁরা ফুলের গাছ পরিচর্যা করেন তাঁদের সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।