প্রতিবেদন : কথায় বলে রাখে হরি মারে কে! এই প্রবাদ সত্যি হল ট্রেকার আর বাবুর জীবনে। কেরলের পালাক্কাডের মালমপুঝায় রয়েছে চেরাড পাহাড়। সোমবার সেই পাহাড়েই ট্রেক করতে উঠছিলেন আর বাবু। তাঁর সঙ্গী ছিলেন আরও দুইজন। মাঝপথেই তাঁরা চূড়ায় ওঠার আশা ছেড়ে দেন। বেশ কিছুটা ওঠার পর নিচে নামার সিদ্ধান্ত নেন। কিন্তু হাল ছাড়েননি বাবু।
আরও পড়ুন-ট্যাবলেটেই করোনার টিকা মিলবে এবার
তিনি একাই পাহাড় চূড়ার উদ্দেশে এগোতে থাকেন। শিখরের প্রায় কাছাকাছি পৌঁছে যাওয়ার পর হঠাৎই অঘটন। পা হড়কে ছিটকে পড়েন বাবু। তবে ভাগ্য ছিল সুপ্রসন্ন, তাই নিচে না পড়ে পাহাড়ের এক খাঁজে আটকে যান তিনি। সেখানেই একটানা দু’দিন আটকে ছিলেন বাবু। শেষ পর্যন্ত বুধবার সকালে সেনা ও বায়ুসেনা জওয়ানদের এক যৌথ প্রতিনিধি দল বাবুকে উদ্ধার করে।
আরও পড়ুন-তদন্তে সিআইডি-ই
বাবুর আটকে পড়ার খবর যায় বেঙ্গালুরুর প্যারাশুট রেজিমেন্টাল সেন্টারে। সেখান থেকে খবর পাঠানো হয় ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টের সেন্টারে। ঘটনা শুনেই বাবুকে উদ্ধারের জন্য দ্রুত জওয়ানরা ছুটে আসেন। বাবু কোথায় আটকে আছেন সেই বিষয়ে তাঁরা প্রথমে নিশ্চিত হন। তার পরই পরিকল্পনামাফিক শুরু হয় কাজ। উদ্ধারকাজের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এ অরুণ।
শেষপর্যন্ত দু’দিন পর সেনাবাহিনীর তৎপরতায় সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হল বাবুকে। প্রাণ ফিরে পেয়ে হাসিমুখে সেনা জওয়ানদের জড়িয়ে ধরেন তিনি। জওয়ানদের কৃতজ্ঞতা জানান। বাবু জানিয়েছেন, তিনি একসময় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। দু’দিন ধরে এক ফোঁটা পানীয় জল বা খাবার কিছুই পাননি। কিন্তু বরাত জোরে এবং সেনা জওয়ানদের অদম্য চেষ্টায় তিনি প্রাণ ফিরে পেয়েছেন।