মহিলার সঙ্গে অশালীন আচরণ বিজেপি সাংসদের

আশপাশের লোকজনকে ওই মহিলাকে টিপ দেওয়ার জন্য বলেন মুনিস্বামী। ইতিমধ্যেই সাংসদের ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

Must read

প্রতিবেদন : বিজেপি নেতা-মন্ত্রীদের আচার আচরণে অতিষ্ঠ মানুষ। কে কী খাবে, কী ধরনের পোশাক পরবে এতদিন এসব বিষয়ে নিদান দিয়ে আসছিলেন তাঁরা। এবার শালীনতা বিসর্জন দিয়ে একজন মহিলা টিপ না পরায় তাঁকে সকলের সামনেই গলা চড়িয়ে ধমক দিলেন বিজেপি সাংসদ এস মুনিস্বামী। তাৎপর্যপূর্ণভাবে ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক নারীদিবসে।

আরও পড়ুন-কোচবিহারকে সমৃদ্ধ শহর বানাতে একগুচ্ছ প্রকল্প

বুধবার কর্নাটকের কোলার জেলায় আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে একটি প্রদর্শনী ও মেলার উদ্বোধনে গিয়েছিলেন কোলারের বিজেপি সাংসদ মুনিস্বামী। ওই অনুষ্ঠানে তিনি দেখেন, একজন মহিলা দোকানদারের কপালে টিপ নেই। এরপরই তিনি ওই মহিলাকে সকলের সামনে যাচ্ছেতাইভাবে অপমান করেন। সাংসদ মহিলাকে উদ্দেশ্য করে বলেন, আপনার তো স্বামী বেঁচে আছে। তাহলে আপনি টিপ পরেননি কেন? আপনার কি কোনও বোধবুদ্ধি নেই? আপনি আগে টিপ পরুন, পরে কথা বলবেন। কে আপনাকে এখানে দোকান দেওয়ার অনুমতি দিয়েছে?

আরও পড়ুন-হাসপাতাল থেকে সুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন বিপন্মুক্ত মা, রাজ্যে প্রথম বিরল অস্ত্রোপচারে সাফল্য

আশপাশের লোকজনকে ওই মহিলাকে টিপ দেওয়ার জন্য বলেন মুনিস্বামী। ইতিমধ্যেই সাংসদের ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সকলেই একবাক্যে বিজেপি সাংসদের বক্তব্যের নিন্দা করেছেন। মুনিস্বামীকে নারী বিদ্বেষী বলেছেন নেটিজেনরা। কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম বলেছেন, আসলে এটা বিজেপির সংস্কৃতির ছবি। বিজেপি সাংসদের বিরুদ্ধে নীতি পুলিশির অভিযোগ তুলেছেন তিনি।

Latest article