গত কয়েক দিন ধরে মাঝআকাশের উড়ান এবং বিমানবন্দরের অভ্যন্তরে নিয়মিত ঘটে চলেছে একের পর এক বিতর্কিত কাণ্ড। কয়েকদিন আগে মাঝআকাশের উড়ানে প্রস্রাবের ঘটনা ঘটেছিল। এবার বিমানবন্দরের ভিতরে খোলা জায়গায় প্রকাশ্যে প্রস্রাব করলেন এক যাত্রী। জানা গিয়েছে, ৮ জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের বাইরে যাওয়ার গেটের সামনে এক ব্যক্তি সকলের আপত্তি উড়িয়ে প্রকাশ্যে প্রস্রাব করেন।
আরও পড়ুন-লখিমপুর খেরিতে বিচার শেষ হতে ৫ বছর লাগবে!
দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ৮ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, বিমানবন্দরের বাইরে যাওয়ার ৬ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রকাশ্যে প্রস্রাব করছেন। এমনকী, ওই ব্যক্তি অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন বলে জানা যায়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি সিআইএসএফকে জানানো হয়। তাঁরা দ্রুত সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। বুধবার আইজিআই বিমানবন্দর এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃতের নাম জোহর আলি খান। বয়স ৩৯ বছর। ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। জোহরের দিল্লি থেকে দুবাই যাওয়ার কথা ছিল। বিমানে ওঠার আগে সে এই কুকীর্তি ঘটায়। জানা গিয়েছে, বিমানবন্দরের অন্য যাত্রীরা জোহরকে নিষেধ করলেও সে কর্ণপাত করেনি।