বিধানসভায় স্পিকারের সঙ্গে অভব্য আচরণ! মার্শাল দিয়ে বের করা হল বিজেপির ২ বিধায়ককে

Must read

বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণ! মার্শাল দিয়ে বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওঁকে বের করে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক দীপক বর্মনকেও। মার্শালকে নির্দেশ দেওয়ার পরেই বাকি বিজেপি বিধায়করাও অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

সোমবার বিজেপির (BJP MLA) হিরণ চট্টোপাধ্যায় বক্তব্য রাখাকালীন তাঁর সময় পেরিয়ে গিয়েছে জানিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শঙ্কর ঘোষরা। চূড়ান্ত অভব্য আচারণের কারণে তাঁদের বের করে দেওয়া হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন- দেশের শীর্ষ আদালতে নিযুক্ত বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের অভিযোগ, স্পিকারের চেয়ারকে অপমান করা হয়েছে। এই মর্মে নোটিশও দেন তিনি। বলেন, বিধানসভার রুল ৩৪৮ অনুযায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মনকে ৩০ দিন বা এই অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হোক। ধ্বনি ভোটে সেই নোটিশ পাশ হলে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Latest article