অনুরাধা রায়: রং, তুলি ক্যানভাসের বাইরে একটু অন্যরকম ভাবনা। হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই নজর কাড়া সৃষ্টি। মাধ্যম কখনও ভুট্টারবীজ, কখনও লঙ্কার বীজ, আবার কখনও দেশলাই কাঠি। আর তাতেই বিশ্বের দরবারে প্রশংসা পেয়েছেন পশ্চিম মেদিনিপুর জেলার দাসপুরের শিল্পী বিমান আদক।
আরও পড়ুন : মেখলিগঞ্জে ফের দুয়ারে সরকার
বিশেষ দিনগুলির কথা মাথায় রেখে তাঁর ভাবনায় উঠে আসে নতুন নতুন শিল্প। ৭৫তম স্বাধীনতা দিবসে শিল্পী ভাবলেন একটু অন্যরকম। এবার তাঁর শিল্পের মাধ্যম দেশলাইকাঠি। ২৪টি দেশলাই কাঠি কেটে তিনি তৈরি করেন অশোকচক্র। সরু তুলির টানে ৫.৪ সেন্টিমিটারের এই অশোকচক্রে এঁকেছেন ৭৫জন স্বাধীনতা সংগ্রামীর ছবি! কীভাবে আঁকলেন? একটু হেসে শিল্পী বিমান আদক বলেন, ‘কাজটা একটু কঠিন। ছোট ছোট দেশলাই কাঠিতে সরু তুলির আঁকা। বাঁ হাতে লেন্স ধরে ডান হাত দিয়ে ছবিগুলি আঁকতে হয়। এর আগে একটি দেশলাই কাঠিতে এঁকেছিলাম ৪৭জন স্বাধীনতা সংগ্রামীর ছবি।’
আরও পড়ুন : পাহাড়ে আধুনিক হাসপাতাল
২০১৯ সালে ভুট্রা দানার ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে বিমান রেকর্ডে নাম তোলেন। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের শংসাপত্র আসে তাঁর হাতে। এরপর লঙ্কাবীজের ওপর বিদ্যাসাগরের ছবি এঁকে তাঁর নাম ওঠে এক্সক্লুসিভ ওয়ার্ল্ড রেকর্ডে। এরপর তাঁর হাতে আসে আরও দুটি রেকর্ড। নতুন কাজ নিয়ে কতটা আশাবাদী? বিমান বলেন,‘আরও একটি পুরস্কার আসছে খুব তাড়তাড়ি। সব ঠিক থাকলে হয় তো চলতি মাসেই। কাজ এবং পুরস্কার আমি আমার দেশকে উৎসর্গ করতে চাই।’