ইন্ডিয়া ১১, এনডিএ ২, তিন রাজ্যে সাফ বিজেপি

বাংলায় বিরাট ব্যবধানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের ভোটেও বিরোধীদের একচ্ছত্র আধিপত্য।

Must read

প্রতিবেদন: লোকসভা নির্বাচনের পর এবার সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনেও জনতার ঘাড়ধাক্কা খেল বিজেপি। বিরোধী জোটের জয়জয়কার। ১১ আসনে ইন্ডিয়া ও মাত্র ২ আসনে জয় এনডিএর। বাংলার-চার আসন সহ দেশের ১১ আসনেই বিরোধীদের ঝড়। বাংলায় বিরাট ব্যবধানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের ভোটেও বিরোধীদের একচ্ছত্র আধিপত্য।

আরও পড়ুন-শুনশান ডার্বিতে ইস্টবেঙ্গলের জয়

একনজরে ফলাফল: হিমাচল প্রদেশের দেহরাতে কংগ্রেসের কমলেশ ঠাকুর, নালাগড়ে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া ও হামিরপুরের বিজেপির আশিস শর্মা জয়ী। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জয়ী বিজেপির কমলেশপ্রতাপ শাহ। পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টির মহিন্দর ভগত জয়ী। তামিলনাড়ুর ভিকরাভান্দিতে ডিএমকের এ এস শিবসমুগ্গম জয়ী। উত্তরখণ্ডের বদ্রীনাথে কংগ্রেসের লাখপত সিং গুতলা এবং উত্তরাখণ্ডের মাংলাউরে কংগ্রেসের কাজি মহম্মদ নিজামউদ্দিন জয়ী। বিহারের রুপৌলিতে নির্দল প্রার্থী শঙ্কর সিং জিতেছেন জেডিইউ প্রার্থীকে হারিয়ে। বাংলার রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা— চার কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।

Latest article