যোগীর গড় ভেঙে এগিয়ে রইল ইন্ডিয়া

Must read

প্রতিবেদন : মোদি-শাহের চারশো পার করার স্লোগান মাঠের বাইরে পাঠিয়ে দিল দেশের আমজনতা। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর স্পষ্ট, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি। তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে হলে এখন এনডিএ শরিকদের দয়া-দাক্ষিণ্যের উপরেই নির্ভর করতে হবে গেরুয়া দলকে। সমস্ত এক্সিট পোলের পূর্বাভাস মিথ্যা প্রমাণ করে বিরোধীদের তৈরি ইন্ডিয়া জোট (INDIA Alliance) ২৩০ ছুঁয়েছে। অন্যদিকে ৩০০ পার করতে পারেনি এনডিএ। বিকেল পাঁচটা পর্যন্ত বিজেপি জোটের প্রাপ্ত আসন ২৯৭।

আরও পড়ুন- একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, নৈতিক হার মেনে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মহা-সমারোহে অযোধ্যার রামমন্দির উদ্বোধন করেও উত্তরপ্রদেশে রামধাক্কা খেয়েছে বিজেপি। রামনামে যে পেট ভরে না বুঝিয়ে দিয়েছেন যোগীরাজ্যের মানুষ। লোকসভার আসনসংখ্যার নিরিখে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। মোট আসন ৮০। তারমধ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট উত্তরপ্রদেশে জিতেছে ৪৩ আসনে। বিজেপির প্রাপ্ত আসন ৩৮। হিন্দিবলয়ে খোদ উত্তরপ্রদেশের মতো রাজ্যে খারাপ ফল করে এবং বিরোধীদের থেকে পিছিয়ে থেকে মুখ পুড়েছে মোদির। একইভাবে আসন সংখ্যার নিরিখে দেশের দ্বিতীয় ও তৃতীয় বড় রাজ্য মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও প্রবল ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ইন্ডিয়া ৩০, এনডিএ ১৭ এবং নির্দল ১। পশ্চিমবঙ্গেও এক্সিট পোলের হিসাব মিথ্যা প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। এরাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এখনও পর্যন্ত ২৯ আসনে জয়ী অথবা এগিয়ে। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ১২টি। কংগ্রেসের হাতে ১টি। সার্বিকভাবে দেশের প্রথম তিনটি বড় রাজ্যেই এনডিএকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ইন্ডিয়ার বিজয়রথ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধর্মীয় মেরুকরণ আর জাতপাতের অঙ্ক কষে মানুষের ভাবাবেগ নিয়ে উস্কানির জবাব দিয়েছেন দেশের সাধারণ মানুষ। সরকার গড়লেও তাই নিঃসন্দেহে চাপে থাকতে হবে মোদির দলকে।

Latest article