কংগ্রেসকে বাদ দিয়েই গড়া হোক ইন্ডিয়া জোট, দাবি কেজরিওয়ালের

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দিল্লির বিভিন্ন প্রান্তে আপের প্রার্থীদের বিরুদ্ধে প্রাথী ঘোষণা করেছে কংগ্রেস৷

Must read

প্রতিবেদন: ইন্ডিয়া জোট ঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ কংগ্রেস। কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং একের পর এক রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়ছেন কংগ্রেস প্রার্থীরা৷ ফলে কংগ্রেসকে বাদ দিয়েই গড়া হোক ইন্ডিয়া জোট। দাবি জানালেন আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট পরিচালনায় কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁকে দায়িত্ব দেওয়া হলে তিনি কলকাতায় বসেই ইন্ডিয়া জোট পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন-এই বিরল ভদ্র-সৎ রাজনীতিককে প্রকাশ্যে হেনস্থা করেছিলেন রাহুল

সেইসঙ্গে তৃণমূলনেত্রী স্পষ্ট করেছিলেন, সব বিরোধী দলকে সমান গুরুত্ব ও সম্মান দিয়েই জোট পরিচালনা করতে হবে৷ বর্ষীয়ান রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারির পরেও নিজেদের দাদাগিরির মনোভাবে কোনও পরিবর্তন করেনি কংগ্রেস৷ উল্টে ইন্ডিয়া জোট শরিক আম আদমি পার্টিকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন একের পর এক কংগ্রেস নেতা৷ এতেই বেজায় ক্ষুদ্ধ আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি চাইছেন ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দিয়ে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে একটি সামগ্রিক ঐক্যবদ্ধ জোট গড়ে তুলতে৷ দিল্লিতে আপ সূত্রের দাবি, এই বিষয়ে ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন আপের শীর্ষনেতারা৷ কোনওভাবেই কংগ্রেসের অপমান ও দাদাগিরি মানা হবে না, আপের তরফে তা জানানো হয়েছে৷ এই ঘটনার জেরে এবার দিল্লি বিধানসভা ভোটের আগে প্রবল চাপে কংগ্রেস নেতৃত্ব৷ সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির সঙ্গে তাদের সম্পর্ক ভাল নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের মতাদর্শগত দূরত্ব তৈরি হয়েছে, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শারদ পাওয়ারের এনসিপিও কংগ্রেসের উপরে ভয়ানক ক্ষুদ্ধ৷ এই পরিস্থিতিতে এবার বিরোধী শিবিরে রীতিমতো একঘরে হয়ে যাওয়ার মতো অবস্থা কংগ্রেসের৷

আরও পড়ুন-কলকাতায় তৈরি হবে বিগ বাজার ও লেদার হাব, উদ্যোগী রাজ্য সরকার

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দিল্লির বিভিন্ন প্রান্তে আপের প্রার্থীদের বিরুদ্ধে প্রাথী ঘোষণা করেছে কংগ্রেস৷ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত৷ তিনিও আম আদমি পার্টিকে প্রবল নিশানা করেছেন৷ এক ধাপ এগিয়ে সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে তাঁকে ফর্জিওয়াল (মিথ্যেবাদী) বলে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন৷ তাঁর অভিযোগ, কেজরিওয়ালকে দিল্লিতে যতবার সুযোগ দেওয়া হয়েছে, ততবারই তিনি ‘ধোঁকা’ দিয়েছেন৷ ২০১৩ সালে আম আদমি পার্টিকে সমর্থন করা কংগ্রেসের বড় ভুল ছিল বলেও দাবি করেছেন অজয় মাকেন৷ এতে ভয়ঙ্কর ক্ষুব্ধ আম আদমি পার্টি৷ তাদের দাবি, অনেক হয়েছে, এবার কংগ্রেসকে বাদ দিয়েই বিজেপি বিরোধী সর্বভারতীয় বিরোধী জোট গড়া হোক৷ এই পরিস্থিতিতে কংগ্রেস শিবির কীভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এবং কোথাকার জল কোথায় গড়ায়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের৷

Latest article