জাতীয়

রাষ্ট্রপতির কাছে ‍‘ইন্ডিয়া’: মণিপুর থেকে দুই নারীকে রাজ্যসভায় পাঠান, আর্জি জানাল তৃণমূল

প্রতিবেদন : টানা তিন মাস ধরে চলা অশান্ত মণিপুরের দুই প্রধান সম্প্রদায়ের মধ্য থেকে সাহসী দু’জন মহিলাকে রাষ্ট্রপতি (INDIA- President) যেন নিজের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যসভায় মনোনীত করে নিয়ে আসেন, আর্জি জানান সুস্মিতা দেব (Sushmita Dev)। তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, মণিপুরের নারীদের উপর যে মারাত্মক নির্যাতন করা হয়েছে এবং তাঁদের ক্ষতি হয়েছে তা সংশোধন করার জন্য জাতীয় ট্র্যাজেডির এই সময়ে এটাই ন্যূনতম প্রত্যাশা। বুধবার সকাল ১১.৩০টা নাগাদ মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দেন ইন্ডিয়া জোটের ২১ জন সদস্য। এছাড়াও ছিলেন ১২ জন সংসদীয় দলনেতা। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুস্মিতা দেব। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, অধীর চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব। মল্লিকার্জুন খাড়্গে রাষ্ট্রপতিকে জানান, টানা ৯২ দিন ধরে মণিপুরে অশান্তি চলছে অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত একবারও মণিপুর পরিদর্শনে গেলেন না। পরে সাংবাদিকদের সামনে মল্লিকার্জুন খাড়্গে জানান, আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা দিয়েছি। কয়েকদিন আগে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল মণিপুর পরিদর্শনে গিয়ে সেখানকার ভয়াবহ পরিস্থিতি দেখে এসেছে। মণিপুরের মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা আমরা রাষ্ট্রপতির সামনে তুলে ধরেছি

আরও পড়ুন- করমণ্ডল বিপর্যয়ের দু’মাস পার, এখনও এইমসে দাবিহীন ২৯ দেহ!

জানা গিয়েছে, টানা তিনদিন ধরে রাজধানী-সংলগ্ন বিজেপি-শাসিত আরেক রাজ্য হরিয়ানায় যে জাতি হিংসার ঘটনা ঘটছে সে-কথাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন ইন্ডিয়া (INDIA- President) জোটের সদস্য ফারুক আবদুল্লাহ।
এদিকে, বুধবার দিল্লির আমলাদের অধিকার-সংক্রান্ত বিল বা দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল শাসন (সংশোধনী) ২০২৩ নিয়ে চর্চা হওয়ার কথা ছিল লোকসভায় দুপুর দুটো থেকে। কিন্তু মাত্র তিন মিনিটের মাথায় ট্রেজারি বেঞ্চের হই-হট্টগোলের জেরে বৃহস্পতিবার এগারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

32 seconds ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

9 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

14 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

23 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

59 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago