প্রতিবেদন : তৃণমূলের দেখানো পথেই সংসদে ঝড় তুলবে বিরোধীরা। আজ, সোমবার শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকে তৃণমুল কংগ্রেসের তোলা তিনটি ইস্যুকেই হাতিয়ার করল বিরোধী শিবির। ভোটার তালিকায় নিবিড় সংশোধন, পহেলগাঁও ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জোরালো দাবি জানাল ইন্ডিয়া ব্লকের দলগুলো। এছাড়াও রবিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে বিরোধী সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন, অপারেশন সিঁদুর ও পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিতে হবে। সরকার জানিয়েছে, সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় তারা রাজি। ২১ জুলাই থেকে ২১ অগাস্ট সংসদের বাদল অধিবেশন। বিরোধী শিবিরের দাবি, অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও ইস্যুতে কমপক্ষে দু’দিন সংসদে আলোচনা হোক। যেহেতু ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ তাই দলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি সর্বদল বৈঠকে যোগ দিতে পারবেন না, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-শহিদ তর্পণেই আজ শপথ, জনতাকে বার্তা জননেত্রীর
সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু আগেই ইন্ডিয়া ব্লকের ২৪টি দল শনিবার একপ্রস্থ বৈঠক করে। ভার্চুয়াল বৈঠকে সংঘবদ্ধভাবেই প্রতিটি সিদ্ধান্ত নেয় বিরোধীরা। এর থেকে স্পষ্ট এই তিন ইস্যুতে সংসদের ভিতরে বাইরে ঝড় তুলবে তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ইস্যু নিয়ে ইন্ডিয়া ব্লকের বৈঠকে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারের বৈঠকে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা, পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে মোদি সরকারের বিস্তারিত বিবৃতি দাবি করেছেন। তাঁর বক্তব্য, সংসদের মাধ্যমে গোটা দেশ জানতে চায় সেদিন ঠিক কী হয়েছিল। ঘটনার পর থেকেই এব্যাপারে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেকের এই দাবিকে সমর্থন জানাতে দেখা গেছে বাকি ইন্ডিয়া জোটের দলগুলিকে।
শনিবার ইন্ডিয়া জোটের বৈঠক থেকে স্পষ্ট, মোদি সরকারকে চক্রান্তের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়তে চাইছে ২৪টি দল। সেক্ষেত্রে রাজ্যগুলির স্থানীয় সমস্যা তুলতে কারও কোনও বাধা নেই এ-বিষয়ে সহমত হয়েছে বিরোধী শিবির। বাংলায় মনরেগা, আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া বিশাল অঙ্কের টাকার দাবিতে এবারেও আগের মতোই সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কারণ নেত্রীর নির্দেশমতো জনগণের ইস্যুই তৃণমূল সব থেকে গুরুত্ব দিয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের তরফে পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছিল। প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া ব্লকের তরফে স্বাক্ষরিত চিঠিও দেওয়া হয়। কিন্তু মোদি সরকার একতরফাভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের দাবি নাকচ করে দেয়। সেক্ষেত্রে এবারের বাদল অধিবেশনে যে বিরোধীদের প্রবল চাপের মুখে পড়বে মোদি সরকার, বিরোধী শিবিরের প্রস্তুতিতেই স্পষ্ট। এরই মাঝে সংসদের বাদল অধিবেশনে দিনেই লোকসভার বিশেষ উপদেষ্টা কমিটির বৈঠক ডেকেছে কেন্দ্র।