জাতীয়

সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের মুখোমুখি ভারত ও পাকিস্তান, সম্মুখসমরে থারুর-বিলাবল

প্রতিবেদন : সন্ত্রাস ইস্যুতে দুই বিপরীতমুখী ভাষ্য। পাক মদতে পহেলগাঁও কাণ্ড ও তার প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর-এর পর ট্রাম্প প্রশাসনের সামনে দুই দেশের বক্তব্য তুলে ধরতে শশী থারুর ও বিলাবল ভুট্টোর নেতৃত্বে ভারত ও পাকিস্তানের দুটি দল একই সময়ে আমেরিকায় উপস্থিত। পাক মদতে হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের বক্তব্য তুলে ধরতে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে একটি দল আমেরিকা সফরে রয়েছে। আর একই সময়ে আমেরিকায় গিয়েছে পাক প্রতিনিধি দলও। পাকিস্তানের দলের নেতৃত্বে সেদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে নিজের দেশের সরকারের বক্তব্য তুলে ধরবেন। দু’টি প্রতিনিধিদলের মধ্যে কোনও সাক্ষাৎ না হলেও থারুর আর বিলাবল যে বিপরীতমুখী রণকৌশল নেবেন এবং পরস্পরের বিপরীত কথা বলবেন তা কার্যত নিশ্চিত।

আরও পড়ুন-ফ্লয়েডকাণ্ডের ছায়া অস্ট্রেলিয়ায়, পুলিশের হাঁটুর চাপে কোমায় ভারতীয় বংশোদ্ভূত তরুণ

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় মারা যান। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাল্টা সবক শিখিয়েছে ভারতীয় সেনা। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সংঘর্ষবিরতি পর্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সরকারি বার্তা দিতে বিভিন্ন দেশে গিয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। সেইমতো শশী থারুরের নেতৃত্বাধীন দলটি এখন রয়েছে আমেরিকায়। ভারতের পদক্ষেপে চাপে পড়ে একইভাবে দেশে-দেশে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করে পাকিস্তানও। আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবলকে এই বিষয়ে উদ্যোগী হতে বলেন। সেই সূত্রেই আমেরিকা সফরে পাক প্রতিনিধিদলও।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতীয় প্রতিনিধিদল ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তা এবং মার্কিন আইনসভার বিভিন্ন প্রভাবশালী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিলাবলের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে দেখা করবেন। সন্ত্রাস ইস্যুতে দুই যুযুধান পক্ষের একই সময়ে আমেরিকা সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে তা বলাই যায়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago