দুবাই, ২২ নভেম্বর : আগামী বছরের টি-২০ বিশ্বকাপেও একই গ্রুপে থাকছে ভারত এবং পাকিস্তান। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আইসিসি। ইতিমধ্যেই টি-২০ র্যাঙ্কিংয়ের নিরিখে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস চূড়ান্ত করে ফেলা হয়েছে। আর র্যাঙ্কিংয়ের শীর্ষ থাকার সুবাদে তুলনামূলকভাবে সহজ গ্রুপে থাকছেন সূর্যকুমার যাদবেরা।
আরও পড়ুন-কসবার হোটেলে খুন যুবক! পলাতক দুই সঙ্গী
মোট চারটি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে ক্রমতালিকার সাতে থাকা পাকিস্তান। ১৩তম স্থানে থাকা নেদারল্যান্ডস এবং ১৫ ও ১৮ নম্বরে থাকা নামিবিয়া এবং আমেরিকা। অন্যদিকে, গ্রুপ বি-তে থাকছে র্যাঙ্কিংয়ে দু’নম্বরে থাকা অস্ট্রেলিয়া, আট নম্বরে থাকা শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে (১১), আয়ারল্যান্ড (১২) ও ওমান (২০)। সি গ্রুপে ইংল্যান্ড (৩), ওয়েস্ট ইন্ডিজ (৬), বাংলাদেশ (৯), নেপাল (১৭) এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ইতালি। গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫), নিউজিল্যান্ড (৪), আফগানিস্তান (১০), সংযুক্ত আরব আমিরশাহি (১৬) এবং কানাডা (১৮)। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ হবে বিশ্বকাপ। ভারত অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি। আমেদাবাদে আমেরিকা ম্যাচ দিয়ে। সূর্যদের দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে। এরপর ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। ফাইনাল হতে পারে আমেদাবাদে। দু’টি সেমিফাইনাল পেতে পারে কলকাতা ও মুম্বই। তবে পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনাল খেললে, এই দু’টি ম্যাচ হবে কলম্বোয়।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…