জাকার্তা, ২৪ মে : এশিয়া কাপ হকিতে চাপে গতবারের চ্যাম্পিয়ন ভারত। মঙ্গলবার জাপানের কাছে ২-৫ গোলে হেরে ভারতীয়দের পরের রাউন্ডে ওঠা আশা কার্যত শেষ। যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও, ভারতীয়দের ভাগ্য নির্ধারিত হবে পাকিস্তান বনাম জাপান ম্যাচের রেজাল্টের উপরে।
আরও পড়ুন-ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ
এদিনের হারের পর, দু’ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-র তৃতীয় স্থানে রয়েছে ভারত। সমান ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। অন্যদিকে, এদিনই পাকিস্তান ১৩-০ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। ফলে দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার ভারত যদি ইন্দোনেশিয়াকে হারায়, তাহলে তিন ম্যাচে চার পয়েন্ট হবে। কিন্তু পাকিস্তান বনাম জাপান ম্যাচ ড্র হলেই ভারতীয়রা ছিটকে যাবেন পরের রাউন্ডে ওঠা থেকে। সেক্ষেত্রে পুলের প্রথম দু’টি দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠে যাবে জাপান ও পাকিস্তান। তবে পাকিস্তান যদি জাপানের কাছে বড় ব্যবধানে হারে এবং ভারত যদি ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে, সেক্ষেত্রে গোল পার্থক্যে ভারতীয়দের পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকবে।