গম্ভীর-বার্তায় শাস্তি এড়িয়েছিল ভারত

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ রেফারির বার্তা পেয়ে গম্ভীর, শুভমন ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক আলোচনায় বসেন।

Must read

নয়াদিল্লি, ৯ অগাস্ট : ওভাল টেস্টে ৬ রানে জিতে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ ড্র রেখেছে ভারত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা গৌরবগাথা ওভালে শুভমন গিলদের কীর্তি। তবে টেস্টের পঞ্চম দিনের আগের রাতে রীতিমতো উভয় সংকটে পড়ে গিয়েছিল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। মাত্র ৩৫ রানের পুঁজি নিয়ে ৪ উইকেট তুলে নেওয়ার চাপ তো ছিলই, সেইসঙ্গে ছিল ওভাররেট ঠিক করার চিন্তাও।
চতুর্থ দিনের শেষ সেশনে অধিকাংশ সময় মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ বল করায় ওভার রেটে ৬ ওভার পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। দিনের শেষে ম্যাচ রেফারি জেফ ক্রো ভারতীয় দলকে সতর্ক করে বলেছিলেন, শেষ দিন ৬ ওভারের ঘাটতি মিটিয়ে ওভাররেট ঠিক করতে না পারলে ৪ ডব্লুটিসি পয়েন্ট কেটে নেওয়া হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত। ভারতের কাছে অপশন ছিল কয়েক ওভার স্পিনারদের দিয়ে করিয়ে ওভাররেট সামাল দেওয়ার। কিন্তু ম্যাচ রেফারির সতর্কবার্তাকে পাত্তাই দেননি কোচ গৌতম গম্ভীর।

আরও পড়ুন-মিলে গেল চিত্রনাট্য, ক্যামেরায় মুখ দেখাতে মৃত ডাক্তারের মাকে ধাক্কা ন্যাড়া নাড়ুর

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ রেফারির বার্তা পেয়ে গম্ভীর, শুভমন ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক আলোচনায় বসেন। ব্যাটিং কোচের প্রস্তাব ছিল, প্রয়োজনে কয়েক ওভার স্পিনারদের দিতে হবে। কিন্তু গম্ভীর স্পষ্ট বলেন, কোনও দরকার নেই। শুরু থেকে টানা পেসাররাই বল করবে। পয়েন্ট কাটলে কাটুক। খেলা একটা সেশনেই শেষ হবে। বেশিক্ষণ তো ম্যাচ গড়াবে না। গম্ভীরের কথাই ফলে যায়।

Latest article