জয় দিয়েই যাত্রা শুরু করল ভারত

Must read

বুলাওয়াও, ১৫ জানুয়ারি : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত (India vs america)। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতীয়রা ৬ উইকেটে হারিয়েছে আমেরিকাকে (India vs america)। তবে বিশ্বকাপের শুরুটা ভাল হল না বৈভব সূর্যবংশীর। চার বলে মাত্র ২ রান করে বিপক্ষের পেসার ঋত্ত্বিক আপ্পিডির বলে ক্লিন বোল্ড হন বৈভব।
প্রথমে ব্যাট করতে নেমে, ভারতীয় পেসার হেনিল প্যাটেলের দাপটে ৩৫.২ ওভারে মাত্র ১০৭ রানেই গুটিয়ে গিয়েছিল আমেরিকা। হেনিল ৭ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। এরপর ভারত ১ উইকেটে ২১ রান তোলার পর বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। পরে খেলা শুরু হলে ভারতের টার্গেট দাঁড়িয়েছিল ৩৭ ওভারে ৯৬ রান। ১৭.২ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
বৈভব আউট হওয়ার পর, দ্রুত প্যাভিলিয়নে ফেরেন বেদান্ত ত্রিবেদী (২) এবং অধিনায়ক আয়ুষ মাত্রে (১৯)। ফলে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞান কুণ্ডু। বিহান মালহোত্রার (১৭ বলে ১৮ রান) সঙ্গে গুরুত্বপূর্ণ ৪৫ রান যোগ করেন অভিজ্ঞান। শেষ পর্যন্ত ৪১ বলে ৪২ রান করে নট আউট থাকেন। তাঁর সঙ্গে ১৪ বলে ১০ করে অপরাজিত থাকেন কণিষ্ক চৌহান।

আরও পড়ুন-এসএসকে-এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি

Latest article