জেমাইমার দাপটে ভারতের বড় জয়

Must read

ঢাকা, ১৯ জুলাই : ব্যাটে-বলে অনবদ্য জেমাইমা রডরিগেজ। বুধবার মরণ-বাঁচন ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে একদিনের সিরিজের সমতা ফেরাল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India beat Bangladesh)। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান তুলেছিল ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ৩৫.১ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ৭৮ বলে ৮৬ রান করার পর, বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা জেমাইমা।
এদিন জেমাইমা ছাড়াও হাফ সেঞ্চুরি করেন হরমনপ্রীত কৌর। ভারত অধিনায়কের ব্যাট থেকে এল ৮৮ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংস। জেমাইমা-হরমনপ্রীতের জুটিতে ১৩১ রান ওঠে। ৫৮ বলে ৩৬ করেন স্মৃতি মান্ধানা। এছাড়া হরলীন দেওল ২৫ রান করেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের (India beat Bangladesh)। স্কোরবোর্ডে ৩৮ রান তুলতে না তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল তারা। ওই পরিস্থিতিতে দলকে টানছিলেন ফরগনা হক (৪৭) ও রিতু মণি (২৭)। দু’জনে মিলে দলকে ১০৬ রানে পৌঁছে দেওয়ার পরেই বিপর্যয়। জেমাইমার দাপটে আরও ১৪ রান যোগ হতে না হতেই শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩ রানে ৪ উইকেট নেন জেমাইমা। তিন উইকেট পান দেবিকা বৈদ্য।

আরও পড়ুন- এশিয়া কাপের সূচি ঘোষিত, ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর

Latest article