খেলা

অভিষেকের দাপটে ধরাশায়ী ইংল্যান্ড

মুম্বই : ব্যাটে-বলে দুরন্ত অভিষেক শর্মা। প্রথমে ঝোড়ো সেঞ্চুরির পর, বল হাতে ২ উইকেট নিয়ে প্রায় একার হাতেই ইংল্যান্ডকে শেষ করে দিলেন বাঁহাতি তরুণ। নিটফল, নিয়মরক্ষার শেষ ম্যাচ ১৫০ রানে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
ইডেনে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রান করার পর, শেষ তিনটি ম্যাচে রান পাননি অভিষেক। রবিবাসরীয় ওয়াংখেড়েতে সেই হতাশা সুদে-আসলে মিটিয়ে দিলেন। অভিষেকের ৫৪ বলে ১৩৫ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ১৩টি ছয় দিয়ে। কোচ গৌতম গম্ভীরের বাড়তি পাওনা মহম্মদ শামির আগুনে বোলিং। ২.৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে ৩ উইকেট নিলেন শামি। এছাড়া দুটি করে উইকেট নিলেন বরুণ চক্রবর্তী, শিবম দুবে ও অভিষেক। জেতার জন্য পাহাড়প্রমাণ ৩৪৮ রান তাড়া করতে নেমে ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। একা লড়লেন ফিল সল্ট। তিনি ২৩ বলে ৫৫ করে আউট হতেই তাসের ঘরের মতোই ধসে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

আরও পড়ুন- যোগী-রাজ্যে তরুণীকে ধর্ষণ করে খুন! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাটলার। জোফ্রা আর্চারের প্রথম ওভারেই জোড়া ছয় ও একটি চার মেরে ১৬ রান তোলেন সঞ্জু স্যামসন। যদিও পরের ওভারেই মার্ক উডকে পুল মারতে আর্চারের হাতে ধরা পড়েন। একইভাবে শুরুটা ভাল করেও, ১৫ বলে ২৪ করে ব্রাইডন কার্সের বলে আউট হন তিলক ভার্মা। ফের ব্যর্থ সূর্যকুমার যাদবও। মাত্র ২ রান করে কার্সের দ্বিতীয় শিকার হন তিনি।
উইকেটের অন্য প্রান্তে অবশ্য শুরু থেকেই চালিয়ে খেলছিলেন অভিষেক। ওয়াংখেড়ের ২২ গজে ইংল্যান্ডের বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ভারতীয় ওপেনার। একশো পূর্ণ করেন মাত্র ৩৭ বলে। আর একটু হলেই তিনি রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির ভারতীয় রেকর্ড ভেঙে দিচ্ছিলেন। টি-২০ ফরম্যাটে অভিষেকের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৭ বলে একশো করেছিলেন।

অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১০ ওভারেই স্কোরবোর্ডে ১৪৩ রান তুলে ফেলেছিল ভারত। সূর্য আউট হওয়ার পর, ক্রিজে এসে ঝড় তুলেছিলেন শিবম দুবেও। কিন্তু ১৩ বলে ৩০ রান করে তিনিও কার্সের শিকার হন। রান পেলেন না হার্দিক পান্ডিয়া (৯) এবং রিঙ্কু সিংও (৯)। অভিষেকও শেষ পর্যন্ত ১৮তম ওভারে আউট হন। ততক্ষণে অবশ্য স্কোরবোর্ডে আড়াইশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল ভারত। অনবদ্য পারফর্ম্যান্সের জন্য ম্যাচের সেরা অভিষেক। পুরস্কার হাতে তিনি বলে গেলেন, ‍‘‘এই সেঞ্চুরি আমার কাছে স্পেশাল। কারণ এই প্রথম দেশের মাঠে আন্তর্জাতিক সেঞ্চুরি করলাম। সব ম্যাচেই প্রথম বল থেকে চালানোর চেষ্টা করি। আজ সবকিছু ঠিকঠাক হয়েছে।’’ এদিকে, মোট ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা বরুণ। তাঁর বক্তব্য, ‘‘উইকেট নিতে ভাল লাগে। সিরিজের সেরা হয়ে খুশি। তবে আরও খুশি হয়েছি আমার ফিল্ডিং দেখে সবাই হাততালি দেওয়াতে।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

49 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago