বৃষ্টির ম্যাচে জিতল ভারত, সাড়া জাগিয়ে বুমরার প্রত্যাবর্তন

আয়ারল্যান্ড ১৩৯/৭ (২০ ওভার) ভারত ৪৭/২ (৬.৫ ওভার) (ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২ রানে জয়ী ভারত)

Must read

ডাবলিন: ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু হয়েছে। আয়ারল্যান্ডেও তাই। বৃষ্টি পিছু ছাড়ল না ভারতীয় দলের (India vs Ireland)। তবু জসপ্রীত বুমরাদের জন্য স্বস্তি এটাই, ডাকওয়ার্থ লুইস নিয়মে প্রথম ম্যাচে তাঁরা আয়ারল্যান্ডকে ২ রানে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে গেলেন। সফরে বাকি আছে আরও দুটি ম্যাচ।
সহজ উইকেট। সহজ প্রতিপক্ষ। তার থেকেও বড় কথা হল ২০ ওভারে ১৪০ কঠিন টার্গেট ছিল না ভারতের সামনে। কিন্তু যে বৃষ্টির আশঙ্কা ছিল, সেটাই বাধা হয়ে দাঁড়াল ৬.৫ ওভারে ২ উইকেটে ৪৭ রান তুলে ফেলার পর। বৃষ্টি যখন নামল, তখন ঋতুরাজ ১৯ ও সঞ্জু স্যামসন ১ নট আউট ছিলেন। তাঁর আগে ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত খেলে আসা যশস্বী জয়সোয়াল ২৪ ও তিলক ভার্মা ০ রানে আউট হয়েছেন। জিততে তখনও দরকার ছিল ৯৩ রান। কিন্তু ম্যালহাইড পার্কে বৃহস্পতিবার আর খেলা শুরুই করা গেল না।
টি-২০ ক্রিকেটে ভারতের প্রথম বোলার ক্যাপ্টেন হিসাবে এদিন টসে নেমেছিলেন জসপ্রীত বুমরা। জিতে আগে পল স্টার্লিংদের ব্যাট করতে দেন। বুমরা বলছিলেন, মাঠে ফিরে তিনি খুশি। চোট ও অস্ত্রোপচারে ১১ মাস বাইরে ছিলেন বুমরা। অন্যদিকে, আয়ারল্যান্ড (India vs Ireland) অধিনায়ক স্টারলিংয়ের বক্তব্য ছিল, ২০২৪-এর যাত্রা এই ম্যাচ থেকেই শুরু করতে চান তাঁরা।
বুমরা কেমন বল করেন তা নিয়ে কৌতূহল ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তিনি কিন্তু চমকের সঙ্গেই প্রত্যাবর্তন করলেন। প্রথম ওভারে দুই উইকেট তুলে নেন। ম্যাচের দ্বিতীয় বলে অ্যান্ডি বালবির্নিকে (৪) তুলে নিয়েছিলেন অধিনায়ক। পঞ্চম বলে লরকান টাকারকেও (০) ফেরত পাঠান বুমরা।
এই ম্যাচে বুমরার মতোই ফিরেছেন প্রসিধ কৃষ্ণ। তিনি এরপর হ্যারি টেকটরকে (৯) ড্রেসিংরুমে ফেরত পাঠান। অধিনায়ক স্টার্লিং (১১) শিকার রবি বিষ্ণইয়ের। অতঃপর প্রসিধ যখন জর্জ ডকরিলকে (১) ফেরান, অর্ধেক ব্যাটারকে হারিয়ে আয়ারল্যান্ড ৩১/৫। বুমরা এতদিন পরে ফিরে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট প্রসিধ ও বিষ্ণইযের। একটি উইকেট আর্শদীপের। আয়ারল্যান্ড অবশ্য এরপরও নিজেদের রানকে ২০ ওভারে ১৩৯/৭-এ নিয়ে যেতে পেরেছে। যার সম্পূর্ণ কৃতিত্ব কার্টিস ক্যামফার (৩৯) ও ব্যারি ম্যাকার্থির (৫১ নট আউট)।
ভারত জিতলেও কপাল খারাপ রিঙ্কু সিংয়ের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পেলেন না তিনি!

আরও পড়ুন-প্রধানমন্ত্রী আপনিই দায়ী, মেয়াদ শেষের চিঠিতে বরাক উপত্যকা নিয়ে তোপ সুস্মিতার

Latest article